scorecardresearch

উচ্চ মাধ্যমিক পাশেই কৃষি দফতরে চাকরি, বেতন ২০ হাজার

প্রতিবেদন পড়ে জেনে নিন বিস্তারিত তথ্য। দ্রুত করতে পারেন আবেদন।

Odisha University of Agriculture & Technology recruitment 2023
কৃষি দফতরে চাকরির সুযোগ।

কৃষি দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেই আবেদন করা যাবে। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল। দ্রুত এই প্রতিবেদনটি পড়ে নিয়ে সরকারি দফতরে এই চাকরির জন্য আবেদন করতেই পারেন।

Junior Steno Cum Computer Operator পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূন্যতম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে। তবে এক্ষেত্রে আবেদনকারীদের কম্পিউটারের কাজ জানতে হবে। এছাড়াও টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে।

আরও চাকরির খবর- উচ্চ মাধ্যমিক পাশেই NTPC-তে চাকরি, মাইনে জানলে মাথা ঘুরে যাবে!

বয়সসীমা ও বেতন:

এই পদে চাকরির জন্য আবেদনকারীদের ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে তফশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ৫ বছর ছাড় দেওয়া হবে। এই পদে চাকরি মিললে মাসে বেতন হতে পারে ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা।

আরও চাকরির খবর- বিশ্বভারতীতে শ’য়ে-শ’য়ে পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশেই আবেদনের সুযোগ

আবেদন পদ্ধতি:

কৃষি দফতরে Junior Steno Cum Computer Operator পদে চাকরির জন্য অফলাইনে আবেদন করতে হবে। এই লিংকে ক্লিক করে এই চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিতে পারেন। আবেদনপত্রটিও এই লিংকে ক্লিক করেই ডাউনলোড করে নিতে হবে। লিংকটি হল- https://www.placementstore.com/category/notification.php?id=1C203aRSbKTIej0LtZq4knEm0QudohmCG&name=OUAT%20Computer%20Operator,%20Manager,%20Assistant%2024%20Post%20Notification%202023%20Apply%20Now
আবেদনপত্রটি যথাযথভাবে পূরণের পর তা নিম্নোক্ত ঠিকানায় নির্ধারিত দিনের আগে পাঠিয়ে দিতে হবে।

আরও চাকরির খবর- এই চাকরিতে বেতন প্রায় ২৩ হাজার, উচ্চ মাধ্যমিক পাশেই আবেদনের সুযোগ

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:

Odisha University of Agriculture & Technology, Bhubaneswar-751003, Odisha

আবেদনপত্র জমার শেষ দিন:

ওড়িশার কৃষি দফতরে এই চাকরির জন্য ২০ মে, ২০২৩-এর মধ্যে আবেদন করতে হবে।

Stay updated with the latest news headlines and all the latest Jobs news download Indian Express Bengali App.

Web Title: Odisha university of agriculture technology recruitment 2023