Advertisment

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দফতরে চাকরির দারুণ সুযোগ, আবেদনের যোগ্য কারা? ঝটপট জেনে নিন

রাজ্য বিদ্যুৎ দফতরে চাকরির দারুণ সুযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
job opportunities in WB Electricity Department, who can apply lets find out

রাজ্য বিদ্যুৎ দফতরে চাকরির সুযোগ।

রাজ্যের বিদ্যুৎ দফতরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার তরুণ-তরুণীরা এই চাকরির জন্য আবেন করতেই পারেন। কীভাবে আবেদন করবেন, ঠিক কী শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে তা বিশদে জেনে নিন।

Advertisment

রাজ্য বিদ্যুৎ দফতরে এই চাকরিতে বর্তমানে Graduate Apprentice পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এক্ষেত্রে মোট ১৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। সঙ্গে AICTE অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে চার বছরের Electrical Engineering Course করা থাকলে তবেই আবেদন করা যাবে।

এই পদে আবেদন করতে গেল প্রার্থীদের বয়স হতে হবে ২২ বছরের মধ্যে। ১ জানুয়ারি ২০২৩ ধরে বয়সের হিসেব করতে হবে। তবে এই পদে চাকরির জন্য সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে বাড়তি ছাড়ের সুবিধা পাবেন। একবার এই পদে নিয়োগ পেলে প্রতি মাসে স্টাইপেন্ড হিসেবে ৯ হাজার টাকা করে মিলবে।

আরও পড়ুন- এক বাইকে ১০ সওয়ারি, সাড়া জাগানো আবিষ্কার, বাংলার যুবকের দারুণ কীর্তি জোর চর্চায়!

এছাড়াও Technician Apprentice পদেও নিয়োগ প্রক্রিয়া জারি রয়েছে। এক্ষেত্রে মোট ৬৬টি শূন্যপদ রয়েছে। চাকরিপ্রার্থীদের পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত যে কোনও টেকনিক্যাল ইন্সটিটিউট থেকে Electrical Engineering বা Technology-এর উপর তিন বছরের Diploma Course করতে হবে। একমাত্র তবেই এই পদে চাকরির জন্য আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই চাকরির জন্য ১ জানুয়ারি ২০২৩-এর হিসেব ধরে ১৮ বছরের মধ্যে বয়স হলেই আবেদন করা যাবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড়ের সুযোগ পাবেন। এই পদে চাকরি পেলে স্টাইপেন্ড হিসেবে প্রতি মাসে ৮ হাজার টাকা মিলবে।

কীভাবে আবেদন করবেন?

এই চাকরিগুলির জন্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.mhrdnats.gov.in এ গিয়ে রেজিস্ট্রশেন করাতে হবে। ইমেল আইডি, ফোন নম্বর, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র-সহ প্রয়োজনীয় সব নথি স্ক্যান করে আপলোড করতে হবে। ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

West Bengal jobs
Advertisment