রাজ্যের ভূমি দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি করা হয়েছে। এই পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ তারিখ, বয়সসীমা-সহ বিস্তারিত তথ্য এই প্রতিবেদনটি পড়ে জেনে নিন।
নদিয়া জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরে আমিন পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে চাকরির বিজ্ঞপ্তিটি দেখতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন। অফিসিয়াল ওয়েবসাইট nadia.gov.in-এ যান। নোটিস সেগমেন্টে গিয়ে রিক্রুটমেন্টে ক্লিক করুন। সেখানেই আমিন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন- ক্লাস এইট পাশেই Post Office-এ চাকরি, মাসে বেতন প্রায় ২০ হাজার
নদিয়া জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরে আমিন পদে নিয়োগের পর মাসে ১০ হাজার টাকা করে বেতন মিলবে। আমিন পদে এই চাকরির ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে না। শুধু ইন্টারভিউ পাশ করলেই বাছাই করা প্রার্থীদের চাকরি মিলবে। আবেদনকারীদের অবশ্যই আমিনের কাজ জানতে হবে। এর আগে আমিনের কাজের অভিজ্ঞতা থাকাও জরুরি। সর্বোচ্চ ৬৪ বছর পর্যন্ত এই পদে চাকরির জন্য আবেদন করা যাবে।
আরও পড়ুন- মাসে বেতন ২৪ হাজার, রাজ্যে জেলা পরিষদে একাধিক পদে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি ও আবেদনের শেষ তারিখ:
এই পদে চাকরির ক্ষেত্রে আবেদনকারীরা ইমেল করে তাঁদের আবেদনপত্র পাঠাতে পারেন। অথবা অফলাইনেও আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদনের আগে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন। সাদা একটি কাগজে এই পদে চাকরির জন্য আবেদন করুন। বয়স, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রের কপি, একটি পাসপোর্ট সাইজ ছবি, ফোন নম্বর, ঠিকানার প্রমাণ-সহ প্রয়োজনীয় সব শংসাপত্র ও অন্য তথ্যের কপি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন।
আরও পড়ুন- কলেজের গণ্ডি পেরোলেই হবে! Bank of Baroda-য় মোটা বেতনের চাকরির সুযোগ
চাকরিপ্রার্থীরা ইমেল করেও তাঁদের ডকুমেন্ট পাঠাতে পারেন। ইমেল করতে পারেন aminrecruit2023@gmail.com-তে । নদিয়া জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরে আমিন পদে চাকরির জন্য আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ, ২০২৩।