Advertisment

ক্লাস এইট পাশেই Post Office-এ চাকরি, মাসে বেতন প্রায় ২০ হাজার

লিখিত পরীক্ষা হবে না। শুধু ইন্টারভিউ পাশ করলেই চাকরি পাকা!

author-image
IE Bangla Web Desk
New Update
gramin dak sevak recruitment in india post 2023

পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।

পোস্ট অফিসে চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ করলেই এই পদে চাকরির জন্য আবেদন করা যাবে। তবে উচ্চ শিক্ষিতরাও ভারতীয় ডাকঘরে একাধিক পদে চাকরির জন্য আবেদন জানানোর সুযোগ পাবেন। ভারতীয় নাগরিকত্ব থাকলে দেশের যে কোনও প্রান্ত থেকে এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করা যাবে। লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ পাশ করলেই চাকরির সুযোগ মিলছে পোস্ট অফিসে।

Advertisment

ভারতীয় ডাকবিভাগের Skilled Artisans পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Motor Vehicle Electrician এবং Motor Vehicle Mechanic ট্রেডগুলিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই দুটি পদে চাকরির ক্ষেত্রে আবেদনকারীদের যে কোনও স্বীকৃত টেকনিক্যাল ইন্সটিটিউট থেকে উপরোক্ত দুটি পদের যে কোনও একটিতে সম্পূর্ণ কোর্স করা থাকতে হবে। এটি না থাকলে চাকরিপ্রার্থীদের ন্যূনতম অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। সেই সঙ্গে কমপক্ষে ১ বছর সংশ্লিষ্ট ট্রেড দুটির মধ্যে যে কোনও একটিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Motor Vehicle Mechanic পদে চাকরির জন্য চাকরিপ্রার্থীদের ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকা একান্তভাবে জরুরি।

আরও পড়ুন- কলেজের গণ্ডি পেরোলেই হবে! Bank of Baroda-য় মোটা বেতনের চাকরির সুযোগ

বয়সসীমা ও বেতন:

উপরোক্ত দুটি পদে চাকরির জন্য আবেদনকারীদের ১৮-৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। এক্ষেত্রে ১/৭/২৩ অনুযায়ী বয়সের হিসেব করে নিন। তবে সরাকরি নিয়ম অনুযায়ী এসসি, এসটি এবং ওবিসি চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। উপরোক্ত দুটি পদে নিয়োগের ক্ষেত্রে মাসে ১৯,৯০০ টাকা করে বেতন মিলবে।

আরও পড়ুন- মোটা টাকা বেতন! শুধু Interview ডিঙোলেই চাকরি পাকা! রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

কীভাবে আবেদন করবেন?

ভারতীয় ডাক বিভাগের ওয়েবসাইট www.indiapost.gov.in-এ গিয়ে রিক্রুটমেন্ট সেগমেন্টে ক্লিক করুন। ২০ ফেব্রুয়ারি এই পদে চাকরির জন্য নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। নোটিফেকেশন ডাউনলোড করে নিন। ৩ নং পৃষ্ঠাটির একটি প্রিন্ট আউট বের করে নিন। ওই প্রিন্ট আউটে নিজের শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রামাণ, ইমেল আইডি, ফোন নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য দিন। আবেদনপত্রে ফটো লাগিয়ে নির্দিষ্ট জায়গায় সই করুন। শিক্ষাগত যোগ্যতা-সহ সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেট করে নিন। সেই আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিন।

আরও পড়ুন- চাকরি খুঁজছেন? Aadhar Seva Kendra-এ কর্মী নিয়োগ শীঘ্রই, জানুন বিস্তারিত

কীভাবে নিয়োগ? আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও ঠিকানা:

লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে স্কিলড টেস্ট দিয়েই এই দুটি পদে চাকরির সুযোগ মিলবে। এই দুটি পদে চাকরির জন্য আবেদনপত্র জমা নেওয়া চলছে। তবে ১১ মার্চ, ২০২৩ বিকেল ৫টার মধ্যে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানাটি হল…

To,
The Manager,
Mail Motor Service, GPO Compound,
Civil Lines, Nagpur-440001

আরও পড়ুন- মাধ্যমিক পাশেই ক্লার্কের চাকরি রাজ্যে, মাসে বেতন সাড়ে ১৩ হাজার

post office West Bengal job Government Jobs
Advertisment