জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মী নিয়োগ করা হবে রাজ্যে। কলকাতার খিদিরপুর আরবান কমিউনিটি হেল্থ সেন্টারে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দারাই এই পদে চাকরির জন্য আবেদনের যোগ্য। এই চাকরি সম্পর্কিত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।
Medical Officer পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের স্বীকৃত যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমবিবিএস বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম এক বছরের ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য।
আরও পড়ুন- শ’য়ে-শ’য়ে কর্মী নিয়োগ, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে মোটা বেতনের চাকরি
বয়সসীমা ও বেতন-
এই পদে চাকরির জন্য ১ জুলাই ২০২৩-এর হিসেব অনুযায়ী ৬৭ বছরের মধ্যে বয়স হতে হবে। এক্ষেত্রে মাসে ৬০ হাজার টাকা বেতন মিলবে।
আরও পড়ুন- ক্লাস এইট পাশেই জেলার আদালতে চাকরি! গ্রুপ ডি পদে নিয়োগ
আবেদন পদ্ধতি-
অফলাইনে আবেদন করতে হবে। চাকরিপ্রার্থীরা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.kmcgov.in এ গিয়ে আবেদনপত্রটি ডানলোড করে নিতে পারেন। প্রয়োজনীয় শাংসাপত্র নিয়ে নির্দিষ্ট দিনে ইন্টারভিউস্থলে হাজির হতে হবে।
এই চাকরি সংক্রান্ত নোটিফিকেশনটি দেখতে ক্লিক করুন এই লিংকে- https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/d6f5683308bd2ea53932e292bbffe3a8dfd54ef931e7058ce272e845306c4f83.pdf
আরও পড়ুন- নজরকাড়া বেতন, মহাকাশ গবেষণা সংস্থা ISRO-য় কর্মী নিয়োগ
ইন্টারভিউস্থলের ঠিকানা-
Room No. 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5 S.N Banerjee Road, Kolkata- 700013
আরও পড়ুন- হবে না লেখা পরীক্ষা, ইন্টারভিউ ডিঙোলেই চাকরি! কেন্দ্রের DVC-তে কর্মী নিয়োগ
ইন্টারভিউয়ের তারিখ-
আগামী ৬ জুলাই, ২০২৩ তারিখে ইন্টারভিউ হবে। ওই দিন সকাল সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টার মধ্যে চাকরিপ্রার্থীদের উপস্থিত হতে হবে।