Advertisment

উচ্চ মাধ্যমিক পাশেই NTPC-তে চাকরি, মাইনে জানলে মাথা ঘুরে যাবে!

কেন্দ্রীয় সরকারি এই সংস্থায় লোভনীয় চাকরি! বিস্তারিত জেনে আজই Apply করতে পারেন।

author-image
IE Bangla Web Desk
New Update
ntpc recruitment 2023

কেন্দ্রের সংস্থা NTPC-তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ন্যশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা NTPC-তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও এক্ষেত্রে আবেদনের সুযোগ মিলবে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দাদের ভারতীয় নাগরিকত্ব থাকলেই আবেদনের সুযোগ মিলবে। NTPC-তে চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।

Advertisment

NTPC-তে Mining Sirdar-এর মোট ৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদনের সুযোগ মিলবে। তবে এক্ষেত্রে আবেদনকারীদের বৈধ মাইনিং সিরদার শংসাপত্র থাকতে হবে।

আরও চাকরির খবর- বিশ্বভারতীতে শ’য়ে-শ’য়ে পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশেই আবেদনের সুযোগ

বেতন:

Mining Sirdar পদে চাকরি মিললে মাসে বেতন হবে ৪০,০০০ টাকা।

এছাড়াও Mining Surveyor পদেও কর্মী নিয়োগ করবে NTPC। কেন্দ্রীয় সরকারের এই প্রতিষ্ঠানে এই পদে আবেদনর জন্য আবেদনকারীদের মাইনিং সার্ভেতে ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করা থাকতে হবে।

আরও চাকরির খবর- এই চাকরিতে বেতন প্রায় ২৩ হাজার, উচ্চ মাধ্যমিক পাশেই আবেদনের সুযোগ

বেতন:

এই পদেও নিয়োগ মিললে মাসে বেতন হবে ৪০,০০০ টাকা।

বয়সসীমা:

উপরোক্ত দুটি পদেই চাকরির জন্য সর্বোচ্চ ২৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

আরও চাকরির খবর- সরকারি দফতরে ‘ডেটা এন্ট্রি অপারেটর’-এর চাকরি, আবেদনের যোগ্য কারা?

আবেদন পদ্ধতি:

উপরোক্ত দুটি পদে আবেদনের জন্য প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন-
www.ntpc.co.in…এছাড়াও এই চাকরি সংক্রান্ত বিজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন এই লিংকে- https://careers.ntpc.co.in/recruitment/advertisements/002023_eng_adv

আরও চাকরির খবর- রাষ্ট্রায়ত্ত সংস্থা SAIL-এ চাকরির সুযোগ, খুঁটিনাটি জেনে দ্রুত আবেদন করতেই পারেন

আবেদনের শেষ তারিখ:

উপরোক্ত দুটি চাকরির ক্ষেত্রেই আবেদন জানাতে হবে ৫ মে, ২০২৩-এর মধ্যে।

job NTPC Central govt
Advertisment