পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার দফতরে কর্মী নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই কর্মী নিয়োগ হবে রাজ্যেরই জেলাশাসকের দফতরে। ইন্টারভিউয়ের মাধ্যমে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করেত পারবেন। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং কীভাবে আবেদন করতে হবে তা জেনে নিন এই প্রতিবেদনে।
বর্তমানে রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরের তরফে DM অফিসে Amin পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
কীভাবে আবেদন করবেন?
আগে থেকে আবেদনের দরকার নেই। ইন্টারভিউয়ের দিন পৌঁছে যান নির্দিষ্ট গন্তব্যে। google search box-এ যান। এরপর https://darjeeling.gov.in লিখে সার্চ করুন। ওয়েবসাইটে ঢুকে এরপর নিয়োগের আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নেওয়া আবেদনপত্রটির প্রিন্ট আউট নিয়ে সেটি পূরণ করতে পারেন।
আরও পড়ুন- মাধ্যমিক পাশেই ক্লার্কের চাকরি রাজ্যে, মাসে বেতন সাড়ে ১৩ হাজার
ইন্টারভিউয়ের দিন কী কী সঙ্গে নেবেন?
ইন্টারভিউয়ের দিন সঙ্গে নিয়ে যান বয়সের প্রমাণের সাপেক্ষে নথি। এক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের অরিজিনাল ও জেরক্স কপি সঙ্গে নিন। সচিত্র পরিচয়পত্র হিসেবে আধার কিংবা প্যান কার্ড কিংবা পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের অরিজিনাল এবং জেরক্স কপি সঙ্গে রাখুন। এছাড়াও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ শিক্ষাগত যোগ্যতার যাবতীয় শাংসাপত্রের অরিজিনাল ও জেরক্স কপি সঙ্গে নিতে হবে। এরপর পূরণ করা ফর্মটিও সঙ্গে রাখুন। অবসর নেওয়ার সার্টিফিকেটের অরিজিনাল ও জেরক্স কপি সঙ্গে থাকতে হবে। একইসঙ্গে পিএফও নম্বর লেখা থাকা প্রমাণপত্রের অরিজিনাল ও জেরক্স কপি থাকতে হবে। এরই সঙ্গে নিন দুটি পাসপোর্ট সাইজ ছবি।
Amin পদে চাকরি জন্য আবেদনকারীদের Amin/Surveyor-এর কাজ জানা জরুরি। এই পদে চাকরির জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬৪ বছরের নীচে। এক্ষেত্রে ২০২৩-এর ১ জানুয়ারি থেকে বয়সের হিসেব করে নিন। এই পদে চাকরির জন্য প্রতি মাসে বেতন হিসেবে মিলবে ১০,০০০ হাজার টাকা।
আরও পড়ুন- দৈনিক ৫০০ টাকা পারিশ্রমিক, রাজ্যের স্বাস্থ্য দফতরে কাজের সুবর্ণ সুযোগ
ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা:
আপাতত দার্জিলিং DM অফিসে Amin পদে কর্মী নিয়োগ হবে। ইন্টারভিউ হবে ২২ ফেব্রুয়ারি, ২০২৩-এ। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা বেলা ১১টার মধ্যেই নিম্নলিখিত ঠিকানায় প্রয়োজনীয় সব নথি নিয়ে পৌঁছে যেতে পারেন। ঠিকানাটি হল: In the office chember of the A.D.M and DL & LRO, Darjeeling.