scorecardresearch

মাধ্যমিক পাশেই ক্লার্কের চাকরি রাজ্যে, মাসে বেতন সাড়ে ১৩ হাজার

রাজ্যেরই ডিএম অফিসে একাধিক পদে কর্মী নিয়োগ।

west bengal health department recruitment 2023
স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগ।

এরাজ্যের জেলাশাসকের দফতরে একাধিক পদে কর্মী নিয়োগ। ডেটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক এবং কাউন্সিলর পদে চুক্তির ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার প্রার্থীদের ভারতীয় নাগরিকত্ব থাকলেই এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করা যাবে। এই পদগুলিতে চাকরির ক্ষেত্রে প্রার্থীদের কতটা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে? প্রার্থীদের বয়সই বা কত হতে হবে? বিস্তারিত সব তথ্য রইল এই প্রতিবেদনে।

LDC Cum Typist পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও কম্পিউটারে কাজ জানার অভিজ্ঞতা থাকতে হবে। Bench Clerk পদেও কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রেও প্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে কম্পিউটারের কাজ জানার অভিজ্ঞতা থাকা আবশ্যক। Counsellor পদেও কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Psycology-তে স্নাতকতস্তর উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারের কাজ জানতে হবে। এছাড়াও এই পদে চাকির জন্য কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা জরুরি।

আরও পড়ুন- পুলিশে বিপুল নিয়োগ, দ্রুত আবেদন করুন, সুযোগ ফসকে না যায়!

উপরোক্ত পদগুলিতে চাকরির জন্য প্রতি মাসে ১৩ হাজার ৫০০ টাকা করে বেতন মিলবে। সব পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। ২০২৩ সালের ১ জানুয়ারি তারিখ অনুযায়ী বয়সের হিসেব করে নিন।

কীভাবে আবেদন করবেন?

এই পদগুলিতে চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করে নিতে পারেন। সেই আবেদনপত্রটি পূরণ করার পর শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ও প্রয়োজনীয় সব নথি স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে jibpsbdn@gmail.com-এ পাঠিয়ে দিতে হবে। এই পদগুলিতে চাকরির ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ ২ মার্চ, ২০২৩। নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও কম্পিউটার টেস্ট নেওয়া হবে। তারপর নিয়োগ করা হবে।

আরও পড়ুন- দৈনিক ৫০০ টাকা পারিশ্রমিক, রাজ্যের স্বাস্থ্য দফতরে কাজের সুবর্ণ সুযোগ

Stay updated with the latest news headlines and all the latest Jobs news download Indian Express Bengali App.

Web Title: Recruitment of bench clerk in paschim bardhaman dm office