Advertisment

বেতন মাসে ১৯ হাজার, রাজ্যেরই স্কুলে গ্রুপ ডি পদে চাকরির দুরন্ত সুযোগ!

রাজ্যের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে গ্রুপ ডি-সহ অন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
ramkrishna mission recruitment in west bengal 2023

রাজ্যেরই একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ।

এবার পশ্চিমবঙ্গে রামকৃষ্ণ মিশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দা এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। উত্তর ২৪ পরগনার রহড়া রামকৃষ্ণ মিশনে এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বিস্তারিত আরও তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।

Advertisment

Group D (Lab Attendant) পদে কর্মী নিয়োগ করবে রহড়া রামকৃষ্ণ মিশন। এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

আরও পড়ুন- মাধ্যমিক ডিঙোলেই ক্লার্কের চাকরি! সরকারি দফতরে দারুণ সুযোগ মুঠোয়!

বয়সসীমা ও বেতন-

এই পদে চাকরির ক্ষেত্রে আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এই পদে চাকরি মিললে মাসে বেতন হবে ১৯ হাজার টাকা।

এছাড়াও Assistant Teacher (Male) পদেও কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাংলায় স্নাতক উত্তীর্ণ হওয়ার পাশাপাশি বি.এড-এর ট্রেনিংয়ের ডিগ্রি থাকতে হবে।

আরও পড়ুন- এরাজ্যেই স্বাস্থ্য বিভাগে তাক লাগানো চাকরি! আবেদনের যোগ্য কারা?

বয়সসীমা ও বেতন-

এই পদে চাকরির জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। এই পদে চাকরিতে মাসে বেতন মিলবে ৩৬ হাজার টাকা।

আবেদন পদ্ধতি-

ইচ্ছুক প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি আগে ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটিকে সঠিকভাবে পূরণ করে মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। চাকরিপ্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের লিংকে ক্লিক করে এই চাকরি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। লিংকটি হল- www.rkmissionrahara.org

আরও পড়ুন- Indian Bank-এ যেন সোনার চাকরি! সুযোগ হারালে পস্তাবেন!

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা-

Ramkrishna Mission Boy's Home School (H.S), Rahara, P.O+P.S- Rahara, S.D- Barrackpore, Dist.- North 24 Parganas, Kolkata- 700118, Phone No. (033) 2523-6969, Email- rkmhighschoolrahara@gmail.com

আরও পড়ুন- কয়েক হাজার কর্মী নেবে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, আজই করুন আবেদন

আবেদনের শেষ তারিখ-

আগামী ২২ অগাস্ট, ২০২৩-এর মধ্যে উপরোক্ত চাকরি দুটির জন্য আবেদন জানাতে হবে।

আরও পড়ুন- DVC-তে মোটা টাকা বেতনের দুর্দান্ত চাকরি! কীভাবে আবেদন? যোগ্য কারা?

Ramkrishna Mission West Bengal jobs
Advertisment