Advertisment

রিজার্ভ ব্যাঙ্কে একাধিক শূন্যআসনে ইঞ্জিনিয়ার নিয়োগ

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ২৪ জন জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল/ইলেক্ট্রিক্যাল) নিয়োগ করা হবে বিভিন্ন আঞ্চলিক শূন্যপদে। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন। জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ২৪ জন জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল/ইলেক্ট্রিক্যাল) নিয়োগ করা হবে বিভিন্ন আঞ্চলিক শূন্যপদে। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন। জেনে নিন বিস্তারিত।

Advertisment

বেতনক্রম: ১৩১৫০-৩৯৯০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা। শুরুর বেসিক পে প্রতি মাসে ২১৪০০ টাকা। শূন্যপদের বিন্যাস এবং যোগ্যতার বিষয়ে বিস্তারিত জানতে পারবেন

বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-৩০ বছরের মধ্যে (জন্ম তারিখ ২ জানুয়ারি ১৯৮৯ থেকে ১ জানুয়ারি ১৯৯৯-এর মধ্যে)। তপশিলি জাতি/ উপজাতি ও ভিন্নভাবে সক্ষম প্রাক্তন সেনাকর্মী, তাছাড়া বিধবা, বিবাহবিচ্ছিন্নারা ও (যারা পুনরায় বিয়ে করেননি) বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আরও পড়ুন: রেলে চাকরির সুবর্ণ সুযোগ, শূন্যপদ ২,২৩৪

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা ও ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অনলাইন পরীক্ষায় থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর), ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন পেপার টু (৪০ টি প্রশ্ন, ১০০ নম্বর), জেনারেল অ্যাওয়ারনেস (৫০টি প্রশ্ন,) । মোট ৩০০ নম্বরের পরীক্ষা, সময় ১৫০ মিনিট। অনলাইন পরীক্ষায় উত্তির্ণ হলে ল্যাঙ্গুয়েজ প্রফিয়িয়েন্সি টেস্ট। যে জোনের জন্য আবেদন করা হবে সেখান কার স্থানীয় ভাষা এবং সরকারি ভাষার ওপর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট করা হবে।

পরীক্ষা কেন্দ্র: ১) আগরতলা, আহমেদাবাদ, গান্ধীনগর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চন্ডীগড় মোহালি চেন্নাই, দেরাদুন, গ্যাংটক-বারডাং গুয়াহাটি হায়দরাবাদ জয়পুর, জম্মু কানপুর কোচি কলকাতা লখনউ, মুম্বই-নভি মুম্বই, নাগপুর, নতুন দিল্লি, পানাজি পাটনা পুনে, রায়পুর, রাঁচি, শিলং শিমলা, শ্রীনগর তিরুবনন্তপুরম।

আবেদনের ফি: ৪৫০টাকা (আবেদনের ফি+ইন্টিমেশন চার্জ)। তপশিলি জাতি/উপজাতি, ভিন্নভাবে সক্ষম ও প্রাক্ত সেনাকর্মীদের ৫০টাকা দিতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আই এমপিএস, ক্যাশ কার্ড, মোবাইল ওয়ালেটের মাধ্যমে ফি দেওয়া যাবে। ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্টাট নিয়ে রাখতে হবে।

আবেদনের পদ্ধতি: www.rbi.org.in ওয়াবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সাক্ষর স্ক্যান করে রাখতে হবে। সাদা কাগজে কালো কালির পেন দিয়ে সাক্ষর করতে হবে। অনলাইন আবেদন করার সময় ছবি ও সাক্ষর নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অনলাইন আবেদন করার সময় ছবি ও সাক্ষর নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অনলাইনে আবেদন করা যাবে ২৭ জানুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

Government Jobs
Advertisment