Steel Authority of India Limited (SAIL) Jobs Notification: স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের জন্য ২৯৬টি শূন্যপদ প্রকাশ করল ভারতের স্টিল অথরিটি সংস্থা (সেল)। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রক্রিয়াটি শেষ হবে ১৫ নভেম্বর ২০১৯। আগ্রহী প্রার্থীরা সেলের অফিসিয়াল ওয়েবসাইট- sail.co.in-এ গিয়ে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন- সুখবর দিলেন মমতা, বেতন বাড়ছে অধ্যাপকদের
অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। পরীক্ষার দিনক্ষণ এখনও কিছু জানানো হয়নি। অনলাইন পরীক্ষার ফলাফল, ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট এবং ড্রাইভিং টেস্টয়ের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে।
শূন্যপদের বিস্তারিত তথ্য:
অপারেটর টেকনিশিয়ান (ট্রেনি)- ১২৩
অ্যাটেন্ডেন্ট টেকনিশিয়ান- ৫৩
মাইনিং ফোরম্যান- ১৪
মাইনিং মেট- ৩০
সার্ভেয়র- ৪
জুনিয়র স্টাফ নার্স- ২১
ফার্মাসিস্ট- ৭
সাব ফায়ার স্টেশন অফিসার- ৮
ফায়ারম্যান ফায়ার ইঞ্জিনিয়ার ড্রাইভার- ৩৬
আরও পড়ুন- বিপুল সংখ্যক অফিসার নিয়োগ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে
বয়স:
প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর।
শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে।
কীভাবে আবেদন করবেন?
* সেল-এর অফিসিয়াল ওয়েবসাইট- sail.co.in-এ যান
* হোমপেজের 'কেরিয়ার' অপশনটিতে ক্লিক করুন
* নতুন একটি পেজ খুলবে যেখানে 'জব ওপেনিং' অপশনটিতে ক্লিক করুন
* সেখানের 'অ্যাপ্লাই' -এ ক্লিক করুন
* নিজের সমস্ত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন
* পেমেন্টের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করুন
আরও চাকরির খবর পড়ুন এখানে
ফি:
আবেদন করতে হলে ২৫০ টাকা জমা দিতে হবে প্রার্থীদের। তবে টেকনিশিয়ান, ফায়ারম্যান, মাইনিং মেট পদের জন্য জমা দিতে হবে ১৫০ টাকা।
বেতনক্রম:
অপারেটর টেকনিশিয়ান (ট্রেনি), জুনিয়র স্টাফ নার্স, ফার্মাসিস্ট, সাব ফায়ার স্টেশন অফিসার পদের ক্ষেত্রে প্রথম বছর বেতন ১০৭০০ টাকা, দ্বিতীয় বছরে তা বেড়ে হবে ১২২০০ টাকা। অন্যান্য পদের ক্ষেত্রে বেতনক্রম ৮৬০০ টাকা থেকে ১০০০০ টাকা।
বিস্তারিত জানতে দেখুন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট- sail.co.in
Read the full story in English