এবার কর্মী নিয়োগ করবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বা সেল। দেশের বিভিন্ন রাজ্যে সেলের তরফে আইটিআই উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের নিয়োগ করা হবে। এই পদে আবেদনের যোগ্য শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়সসীমা-সহ বিস্তারিত তথ্য এই প্রতিবেদবনে দেওয়া হল।
'ট্রেড অ্যাপ্রেন্টিস' পদে কর্মী নিয়োগ করবে সেল। আপাতত মোট ২৩৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
আরও চাকরির খবর- খড়গপুর IIT-তে কর্মী নিয়োগ, বিস্তারিত জেনে ঝটপট করুন আবেদন
শিক্ষাগত যোগ্যতা:
ভারত সরকারের এই প্রতিষ্ঠানে 'ট্রেড অ্যাপ্রেন্টিস' পদে নিয়োগের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের সরকার স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান থেকে আইটিআই-এর কোর্স শেষ তিন বছরের মধ্যে শেষ করতে হবে।
মাসিক ভাতা:
সেলে ট্রেড অ্যাপ্রেন্টিসদের মাসিক ৭ হাজার টাকা ভাতা দেওয়া হবে। তবে ট্রেনিংয়ের শেষে এই ভাতা বাড়বে।
আরও চাকরির খবর- কল্যাণী AIIMS-এ কর্মী নিয়োগ, বেতন জানলে চমকে উঠবেন!
বয়স:
ট্রেড অ্যাপ্রেন্টিস পদে কাজে যোগ দিতে গেলে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি:
সেলে এই পদে কাজের জন্য অনলাইনে আবেদন করতে হবে। ইচ্ছুক প্রার্থীরা www.apprenticsehipindia.gov.in এ গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে পারেন। ক্লিক করতে পারেন https://www.apprenticeshipindia.gov.in/candidate-login
আরও চাকরির খবর- চমকে দেওয়া বেতন! এবার কর্মী নেবে কলকাতা পুরসভা
শেষ তারিখ:
অনলাইনে আবেদন করতে হবে। আগামী ২৯ এপ্রিল ২০২৩-এর মধ্যে আবেদন করতে হবে।