scorecardresearch

বড় খবর

দেশজোড়া বিতর্কের মাঝেই চাকরির বড় সুযোগ! বিরাট ঘোষণা SSC-র

হাজার হাজার নিয়োগের বার্তা দিল SSC

jobs in ssc
SSC – বিপুল নিয়োগ

চাকরির বাজারে ধরাশায়ী অবস্থার মাঝেই সুখবর দিল স্টাফ সিলেকশন কমিশন। ২২০০০ শূন্যপদের নিয়োগ ঘোষণা করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। চাকরির দুনিয়ায় এ যেন এক বিরাট স্বস্তির খবর। আগামী কিছুদিনের মধ্যেই প্রায় ১৫,২৪৭ পদের জন্য জারি করা হবে নিয়োগপত্র।

শুন্যপদ পূরণ করতে হবে এই বিষয়েই তদারকি চলছে। PIB এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তি। আবেদনের বিস্তারিত পরবর্তীতে জানানো হবে সেই সম্পর্কেও নোটিশ দেওয়া হয়েছে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যেই নিয়োগ সম্পূর্ণ হবে। সামনের দিনে পরীক্ষার মাধ্যমেও নিয়োগ করা হবে বিপুল মাত্রায়।

আরও পড়ুন [ স্বাস্থ্য দফতরে বিপুল চাকরির সুযোগ! অতি সত্বর আবেদন করুন ]

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে নিয়োগ করা হবে। পরবর্তীতে এই নিয়ে বিশদে আরও জানানো হবে। SSC -এর তরফে এর আগেও লাদাখ এবং কাশ্মীর বর্ডারে নিয়োগ করা হয়েছে। আগামীতে ঘোষণা করা হবে পদের নিয়ে।

এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, দেশে ১০ লক্ষ কর্মসংস্থান হবে। এমনিতেও অগ্নিবীর প্রকল্পের জেরে দেশজুড়ে ভয়ানক অবস্থা। সেই প্রকল্প থেকেও নানান পদে জারি করা হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। আসন্ন সময়ে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

Stay updated with the latest news headlines and all the latest Jobs news download Indian Express Bengali App.

Web Title: Ssc huge job vacancies by next year pib announces