scorecardresearch

বড় খবর

স্বাস্থ্য দফতরে বিপুল চাকরির সুযোগ! অতি সত্বর আবেদন করুন

সুযোগ হাতছাড়া করবেন না, চটজলদি আবেদন করুন

west bengal govt, health
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে নিয়োগ

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য এবং ফ্যামেলি ওয়েলফেয়ার কার্যালয়ে বিপুল নিয়োগের ক্ষেত্রে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। যারা হন্যে হয়ে সরকারি চাকরির খোঁজ করছেন তাদের পক্ষে এ এক বিরাট সুযোগ। যোগ্যতার মাপকাঠি অনুযায়ী করা আবেদন করতে পারবেন জেনে নিন।

শূন্য পদের নাম :- কমিউনিটি হেলথ অফিসার

শূন্য পদের সংখ্যা :- ১২০৩

বেতন :- মাসিক ২০,০০০ টাকা দেওয়া হবে। এছাড়াও প্রতি মাসে ইনসেনটিভ হতে পারে ৫০০০ টাকা সর্বোচ্চ।

পোস্টিংয়ের স্থান :- পশ্চিমবাংলার যেকোনও প্রান্তে হতে পারে পোস্টিং। পরবর্তীতে চাকরির স্থান পরিবর্তন হবে না।

শিক্ষাগত যোগ্যতা :- BAMS পাশ হতেই হবে স্বীকৃত কোনও বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়া পশ্চিমবঙ্গ আয়ুর্বেদিক পরিষদের তরফে একটা সার্টিফিকেট অবশ্যই লাগবে।

প্রার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এবং তাকে বাংলা বলতে, লিখতে জানতে হবে।

অন্যান্য :- এমএস অফিস এবং ওয়ার্ডে কাজ জানতে হবে। এছাড়াও টাইপিং স্পিড থাকলে ভাল।

বয়স :- ৪০ এর বেশি হলে চলবে না।

নিয়োগের প্রক্রিয়া :- মেরিট লিস্ট প্রকাশিত হবে। নম্বরের মাধ্যমেই নির্বাচন করা হবে। এছাড়া পরবর্তীতে ইন্টারভিউ কল করা হবে।

আবেদন ফি :- ১০০ টাকা।

আরও পড়ুন [ চাকরি প্রার্থীদের ক্ষেত্রে বিরাট সুখবর! সুপ্রিম কোর্টে চলছে বিপুল নিয়োগ ]

বিশেষ উল্লেখ্য:-

অনলাইনে আবেদন করা যাবে। সঠিক ভাবে ফর্ম ফিল না করলে সেটিকে বাতিল করা হবে।

আবেদনের সময় অবশ্যই যেটা করতে হবে, নিজের সই এবং সাম্প্রতিক ছবি আপলোড করতে হবে।

ফর্ম সাবমিট করার পর হার্ড কপি অবশ্যই প্রিন্ট করিয়ে নিজের কাছে রাখবেন। ডকুমেন্ট ভেরিফিকেশন করতে কাজে লাগবে। সেগুলোকে বাই পোস্ট পাঠানোর দরকার নেই।

রেজিস্ট্রেশনের শেষ তারিখ : ২০ জুন

অ্যাপ্লিকেশন ফি এর শেষ তারিখ : ২৫ জুন

ফুল সাবমিশন করতে হবে : ৩০ তারিখের মধ্যে।

অফিসিয়াল নোটিশ – [ https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/2522.pdf ]

Stay updated with the latest news headlines and all the latest Jobs news download Indian Express Bengali App.

Web Title: West bengal health officer recruitment govt jobs