Advertisment

বার্নপুর সেইলে ১৫৬টি পদে কর্মী নিয়োগ চলছে, আবেদন জমা করুন আজই

স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের বার্নপুর কারখানায় ১২৬ জন অপারেটর-কাম-টেকনিশিয়ান (ট্রেনি) (এস-থ্রি) ও ৩০ জন অ্যাটেন্ডেন্ট-কাম -টেকনিশিয়ান (ট্রেনি) (এস-ওয়ান) নিয়োগ করা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের বার্নপুর কারখানায় ১২৬ জন অপারেটর-কাম-টেকনিশিয়ান (ট্রেনি) (এস-থ্রি) ও ৩০ জন অ্যাটেন্ডেন্ট-কাম -টেকনিশিয়ান (ট্রেনি) (এস-ওয়ান) নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আবেদন করুন আজই।

Advertisment

মোট আসন সংখ্যা: ১৫৬

যোগ্যতা: অপারেটর কাম টেকনিশিয়ান (ট্রেনি) (এস-থ্রি)-র জন্য ম্যাট্রিকুলেশন/সমতুল পরীক্ষা সঙ্গে মেকানিক্যাল/মেটালার্জি/ইলেক্ট্রিক্যাল/ ইনস্ট্রুমেন্টেশন কেমিক্যাল/সিভিল/সেরামিক্সে ইঞ্জিয়ারিং-এ তিন বছরের পূর্ণ কোর্স করতে হবে। অথবা ডিপ্লোমা থাকতে হবে। পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়াতে চাকরি করতে চান? সুবর্ণ সুযোগ আপনার জন্য

অ্যাটেন্ডেন্ট-কাম -টেকনিশিয়ান (ট্রেনি) (এস-ওয়ান)- জন্য ম্যাট্রিকুলেশন সঙ্গে ফিটার/ইলেক্ট্রিশিয়ান/টার্নার/ওয়েল্ডার মেশিনিস্ট (সিএনসি) ট্রেডে পূর্ণ সময়ের আইআইটি সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা: ১৪ ডিসেম্বর ২০১৮ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।

বেতন: অপারেটর কাম টেকনিশিয়ান (ট্রেনি) (এস থ্রি) গ্রেডের জন্য বেতন ১৬,৮০০-২৪,১১০ টাকা। অ্যাটেন্ডেন্ট-কাম-টেকনিশিয়ান (ট্রেনি) (এস-ওয়ান) গ্রেডের জন্য ১৫,৮৩০-২২,১৫০ টাকা।

ট্রেনিং এবং নিয়োগ পদ্ধতি: প্রথমে দু বছরের ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং-এ সফল হলে দুটি পদ অর্থাৎ গ্রেড থ্রি এবং গ্রেড ওয়ানের জন্য নিয়োগ করা হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। পরীক্ষার তারিখ সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন সংস্থার ওয়েবসাইটে।

আরও পড়ুন: ন্যাচারাল গ্যাস ট্রান্সমিশন কোম্পানিতে চাকরির হদিশ

আবেদনের ফি: প্রথম পদের জন্য ২৫০ টাকা , দ্বিতীয় পদের জন্য ১৫০ টাকা আবেদন ফি দিতে হবে প্রার্থীকে। তপশিলি জাতি, উপজাতি, ভিন্নভাবে সক্ষম, প্রাক্তন সেনাকর্মী ও ডিপার্টমেন্টাল প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না। নেট ব্যঙ্কিং, ডেবিট/ক্রেডিট কার্ড বা www.onlinesbi.com-এ দেওয়া বিজ্ঞপ্তির নির্দেশ অনুযায়ী স্টেট ব্যাঙ্ক কালেক্টের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: www.sail.co.in বা www.sailcareers.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৪ ডিসেম্বর, ২০১৮।

চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন

Government Jobs
Advertisment