এবার খড়গপুর আইআইটিতে ট্রেনি লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকার অধীনস্থ স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় নাগরিকত্ব থাকলে পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দারাই আবেদনের যোগ্য। এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।
খড়গপুর আইআইটিতে মোট ১০টি শূন্যপদে ট্রেনি লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদের ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বা মাস্টার্স অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন- কল্যাণী AIIMS-এ কর্মী নিয়োগ, বেতন জানলে চমকে উঠবেন!
মাসিক ভাতা:
খড়গপুর আইআইটিতে ট্রেনি লাইব্রেরিয়ান পদে নিয়োগ মিললে মাসে ভাতা হবে ২০,০০০ টাকা।
আরও পড়ুন- মাধ্যমিক পাশেই Post Office-এ চাকরি, বেতন জানলে চমকে উঠবেন!
আবেদন পদ্ধতি:
খড়গপুর আইআইটির এই নিয়োগের ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে প্রথমেই আইআইটি খড়গপুরের অফিসিয়াল পেজে যেতে হবে। ওয়েবসাইটে ঢুকে কুইক লিংক উইন্ডো থেকে non teaching অপশন সিলেক্ট করতে হবে। এরপর নির্দিষ্ট অপশন অনুযায়ী আবেদন করতে হবে। এব্যাপারে এই লিংকে ক্লিক করতে পারেন- http://www.iitkgp.ac.in/non-teaching-positions
আরও পড়ুন- রাজ্যের পঞ্চায়েত দফতরে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশেই আবেদনের সুযোগ
বয়সসীমা ও আবেদনের শেষ তারিখ:
খড়গপুর আইআইটিতে ট্রেনি লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। আগামী৩০ এপ্রিল ২০২৩-এর মধ্যে আবেদন করতে হবে।