scorecardresearch

মাসে ১৫০০ টাকা করে দেবে রাজ্য, কীভাবে আবেদন? কারা যোগ্য?

রাজ্য সরকারের বিশেষ প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা দান।

unemployed can get monthly rs 1500 through wb yuvasree project
বিশেষ প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা দান রাজ্যের।

এরাজ্যের কর্মহীন তরুণ-তরুণীদের সরকারের তরফে বিশেষ সহায়তামূলক প্রকল্পের আওতায় আনা হচ্ছে। ‘যুবশ্রী’ প্রকল্পের আওতায় রাজ্যের বেকার তরুণ-তরুণীদের আর্থিক সহায়তা দিচ্ছে রাজ্য। যতদিন পর্যন্ত বেকাররা রোজগারের পথ খুঁজে না পাচ্ছেন ততদিন তাঁদের রাজ্যের তরফে মাসে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। প্রতি মাসে ওই টাকা নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেবে রাজ্য সরকার।

‘যুবশ্রী’ প্রকল্পে আবেদনের যোগ্যতা:

এই প্রকল্পে আবেন করতে হলে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা আবেদনের যোগ্য। তবে এক্ষেত্রে রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে তাঁদের নাম অবশ্যই নথিভুক্ত থাকতে হবে। আবেদনকারীকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এই প্রকল্পের সুবিধা পরিবারের একাধিক ব্যক্তি পাবেন না। প্রতিটি পরিবারের একজন সদস্যই এই সুবিধা পাবেন।

আরও পড়ুন- কেন্দ্রের সংস্থায় মোদীর স্বপ্নের প্রকল্পে কর্মী নিয়োগ, বেতন জানলে মাথা ঘুরে যাবে!

আবেদন পদ্ধতি:

এক্ষেত্রে প্রার্থীদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করাতে হবে। এরপরের ২ মাসের মধ্যে কাছাকাছি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে নিজেদের নথিগুলি যাচাই করিয়ে আসতে হবে। সেখান থেকেই প্রার্থীদের দেওয়া হবে ইউজার আইডি ও এবং পাসওয়ার্ড। পরে ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে। আবেদন জানানোর পর তা গ্রাহ্য হলে জানিয়ে দেওয়া হবে।

আরও চাকরির খবর- প্রায় ২৬ হাজার টাকা বেতন, উচ্চ মাধ্যমিক পাশেই সরকারি সংস্থায় কর্মী নিয়োগ

‘যুবশ্রী’ প্রকল্পের সুবিধা কী?

এই প্রকল্পে বেকার তরুণ-তরুণীদের মাসে ১৫০০ টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত তথ্য জদানতে ও আবেদন জানাতে দেখুন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি হল- employmentbankwb.gov.in

Stay updated with the latest news headlines and all the latest Jobs news download Indian Express Bengali App.

Web Title: Unemployed can get monthly rs 1500 through wb yuvasree project