scorecardresearch

প্রায় ২৬ হাজার টাকা বেতন, উচ্চ মাধ্যমিক পাশেই সরকারি সংস্থায় কর্মী নিয়োগ

আবেদন জানানোর প্রক্রিয়া চলছে। বিস্তারিত জেনে নিয়ে ঝটপট করুন Apply।

ftii recruitment 2023
কেন্দ্রীয় সরকারের সংস্থায় কর্মী নিয়োগ।

এবার ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বা FTII-এ গ্রুপ বি এবং গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতবর্ষের যে কোনও রাজ্যের বাসিন্দারাই আবেদনের যোগ্য। কেন্দ্রীয় সরকারের এই প্রতিষ্ঠানে একাধিক পদে নজরকাড়া বেতনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই চাকরিগুলি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।

Multi Tasking Staff পদে কর্মী নিয়োগ করবে FTII। এক্ষেত্রে আবেদনকারীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে।

আরও চাকরির খবর- মাধ্যমিক পাশেই আবেদন, কেন্দ্রের সংস্থায় ক্লার্ক-ড্রাইভার-সহ বিভিন্ন পদে নিয়োগ

বয়সসীমা ও বেতন:

এই পদে সর্বোচ্চ ২৫ বছরের নীচে থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য। এই চাকরিতে বেতন হবে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা।

একইভাবে Technician পদেও কর্মী নিয়োগ করবে FTII। এক্ষেত্রে আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। তবে এই চাকরির জন্য আবেদনকারীদের ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।

আরও চাকরির খবর- কলকাতায় পোর্ট ট্রাস্টে মোটা মাইনের চাকরি! ঝটপট করতে পারেন আবেদন

বয়সসীমা ও বেতন:

এই চাকরির জন্যও সর্বোচ্চ ২৫ বছরের নীচে থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য। এই চাকরিতে বেতন হবে মাসে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।

এছাড়াও Stenographer পদেও কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একইসঙ্গে স্টেনোগ্রাফিতে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে।

বয়সসীমা ও বেতন:

এই চাকরিতে সর্বোচ্চ ২৭ বছরের নীচে থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য। এক্ষেত্রে বেতন হবে মাসে গ্রেড পে ২৪০০ টাকা সহ ২৫,৫০০ টাকা।

এছাড়াও আরও একাধিক পদে কর্মী নিয়োগ করবে কেন্দ্রীয় সরকারের অধিকৃত এই সংস্থা। সংস্থার ওয়েবসাইটে গিয়ে বিস্তারিতভাবে জেনে আবেদন করতে পারেন।

আরও চাকরির খবর- মোটা অঙ্কের বেতন! কেন্দ্রের জাহাজ কারখানায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি:

এই চাকরিগুলির জন্য আবেদনকারীদের অনলাইনে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীরা সংস্থার ওয়েবসাইট https://ftiirecruitment.in – এ গিয়ে আবেদন করতে পারেন।

আরও চাকরির খবর- উচ্চ মাধ্যমিক পাশেই কৃষি দফতরে চাকরি, বেতন ২০ হাজার

আবেদনের শেষ তারিখ:

উপরোক্ত চাকরিগুলির ক্ষেত্রে আবেদন জানানোর শেষ তারিখ হল ২৯ মে, ২০২৩

Stay updated with the latest news headlines and all the latest Jobs news download Indian Express Bengali App.

Web Title: Ftii recruitment