scorecardresearch

বেতন ২২ হাজার, স্বাস্থ্য দফতরে Programme Assistant নিয়োগ

আবেদনের শেষ তারিখ জেনে নিয়ে ঝটপট Apply করুন।

wb govt health dept recruitment 2023
রাজ্যের স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগ।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দা পদগুলিতে আবেদন করতে পারবেন। এই পদগুলিতে চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদনের শেষ দিন-সহ বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।

রাজ্যেরই একটি জেলার স্বাস্থ্য বিভাগে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট (Programme Assistant)-এর একটি শূন্যপদে পদে নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের স্বীকৃত যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকস্তর উত্তীর্ণ হতে হবে।

চাকরির আরও খবর- বেতন মাসে ১৮ হাজার, উচ্চ মাধ্যমিক পাশেই কলকাতায় কেন্দ্রের সংস্থায় চাকরি

কম্পিউটারের কাজ জানতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। Programme Assistant পদে আবেদনের বিজ্ঞপ্তিটি খতিয়ে দেখতে, https://cdn.s3waas.gov.in/s3cf67355a3333e6e143439161adc2d82e/uploads/2023/03/2023031057.pdf লিংকে ক্লিক করুন।

চাকরির আরও খবর- মাইনে মাসে সাড়ে ২৫ হাজার, উচ্চমাধ্যমিক পাশেই কেন্দ্রের এই সংস্থায় চাকরি

বেতন ও বয়সসীমা- প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ পেলে মাসে বেতন হবে ২২ হাজার টাকা। সর্বোচ্চ ৪০ বছর বয়সী প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

চাকরির আরও খবর- মোটা টাকা বেতন, Indian Post Payment Bank-এর একাধিক পদে শীঘ্রই নিয়োগ

অন্যদিকে, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার (Multi Rehabilitation Workers)-এর মোট ২৫টি (UR-13, SC-6, ST-2, OBC-4) শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Physiotherapy-তে স্নাতকস্তর উত্তীর্ণ হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও Physiotherapy-তে স্নাতকোত্তর উত্তীর্ণ হলেও চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।

চাকরির আরও খবর- শুধু ইন্টারভিউ পাশেই মিলবে চাকরি, রাজ্যের কৃষি দফতরে কর্মী নিয়োগ

এই পদে চাকরির ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ১৮ হাজার টাকা। Multi Rehabilitation Workers পদে আবেদনের বিজ্ঞপ্তিটি দেখতে https://cdn.s3waas.gov.in/s3cf67355a3333e6e143439161adc2d82e/uploads/2023/03/2023031074.pdf লিংকে ক্লিক করুন।

চাকরির আরও খবর- বেতন ২০ হাজার, রাজ্যের স্বাস্থ্য দফতরে Group-D-সহ বিভিন্ন পদে নিয়োগ

আবেদন পদ্ধতি ও শেষ তারিখ:

দুটি ক্ষেত্রেই চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের এই লিংকটি ক্লিক করুন। https://purbabardhaman.nic.in/notice_category/recruitment/ এরপর অনলাইনে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে নাম রেজিস্ট্রেশন করুন। যাবতীয় তথ্য স্ক্যান করে আপলোড করতে হবে। অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ১০০ টাকা করে ফি দিতে হবে। তবে SC, ST, PWD ক্যাটাগরির প্রার্থীদের ৫০ টাকা করে ফি দিতে হবে। আগামী ৩১ মার্চ, ২০২৩-এর মধ্যে আবেদন করতে হবে।

Stay updated with the latest news headlines and all the latest Jobs news download Indian Express Bengali App.

Web Title: Wb govt health dept recruitment 2023