Advertisment

Upper Primary Merit List: উচ্চপ্রাথমিকের প্যানেল প্রকাশ আজ, কোথায় কীভাবে দেখবেন মেধাতালিকা, পুজোর আগেই নিয়োগ?

WBSSC Upper Primary Merit List: অনেক বাধা-বিপত্তির পর আজ, বুধবার প্রকাশিত হচ্ছে উচ্চপ্রাথমিকের প্যানেল। হাইকোর্টের নির্দেশ মেনে ১৪,০৫২ জনের মেধাতালিকা প্রকাশ করছে স্কুল সার্ভিস কমিশন।

author-image
Subhamay Mandal
আপডেট করা হয়েছে
New Update
SSC Upper Primary Recruitment: উচ্চ প্রাথমিকে নিয়োগের জট কাটল হাইকোর্টের নির্দেশে।

Upper Primary Merit List: কোথায় দেখা যাবে মেধাতালিকা, কবে থেকে কাউন্সেলিং?

WBSSC Upper Primary Final Panel Merit List Release today: বহু বাধা-বিপত্তি পেরিয়ে, অবশেষে আজ, বুধবার ২০১৬ সালের উচ্চপ্রাথমিকের প্যানেল প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশে ১৪,০৫২ জন প্রার্থীর মেধাতালিকা প্রকাশ করা হবে আজ। কমিশনের তরফে জানানো হয়েছে, পার্শ্বশিক্ষকদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে। সেটা বাদ দিয়েই বাকি প্যানেল প্রকাশ করা হবে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com/sscorg/wbssc/home থেকে দেখা যাবে মেধাতালিকা।

Advertisment

তবে কাউন্সেলিং কবে হবে সেটা জানানো হয়নি কমিশনের তরফে। শধু এটুকু জানানো হয়েছে যে মেধাতালিকা প্রকাশ করার পর প্রথম ধাপের কাউন্সেলিংয়ের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। সেই প্রক্রিয়াও নির্দিষ্ট সময়ের মধ্যে করার জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে।

কবে হবে কাউন্সেলিং?

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, আগামী ৪ সপ্তাহের মধ্যে উচ্চপ্রাথমিকের প্যানেল প্রকাশ করতে হবে। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, হাইকোর্টের রায় মেনে ৪ সপ্তাহের মধ্যেই মেধাতালিকা প্রকাশ করা হচ্ছে। চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করে নিয়োগ প্রক্রিয়াও সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

কাউন্সেলিং নিয়ে ধন্দ

যদিও প্যানেল প্রকাশের ৪ সপ্তাহের মধ্যে কীভাবে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে তা নিয়ে ধন্দে রয়েছেন তাঁরা। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের দাবি, শুধু প্যানেল প্রকাশ এবং কাউন্সেলিং করলে হবে না। পুজোর আগেই কাউন্সেলিং শুরু করতে হবে কমিশনকে। কিন্তু পুজোর মধ্যে তা শুরু করতে না পারলে কীভাবে ৪ সপ্তাহের মধ্যে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ আর কয়েকদিনের মধ্যেই পুজোর ছুটি পড়ে যাবে।

আরও পড়ুন চাকরিপ্রার্থীদের বিরাট স্বস্তি, ১৪,০৫২ শূন্যপদে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

নিয়োগে কোনও বাধা নেই

গত ২৮ অগস্ট তৃতীয়বারের জন্য প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন কয়েকজন প্রার্থী। যদিও মঙ্গলবার হাইকোর্টের রায়ে কোনওরকম হস্তক্ষেপ করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। ফলে আজ, বুধবার প্যানেল প্রকাশের ক্ষেত্রে কোনওরকম বাধা নেই। বাধা নেই নিয়োগের ক্ষেত্রেও।

Government Jobs West Bengal Upper primary SSC recruitment
Advertisment