SSC Upper Primary Recruitment: উচ্চ প্রাথমিকে নিয়োগের জট কাটল হাইকোর্টের নির্দেশে। বুধবার কলকাতা হাইকোর্ট উচ্চ প্রাথমিকে ১৪ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের জন্য নতুন করে মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিল। আগামী ৪ সপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশ করেতে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। তার পরের চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করতে হবে।
এদিন বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সাত বছরের বেশি সময় ধরে চলা এই নিয়োগ জট কাটাল। প্রসঙ্গত, ২০১৫ সালে থেকে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে। হাইকোর্টের নির্দেশে বার বার এই প্রক্রিয়া স্থগিত হয়েছে। ২০২০ সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয় আদালত। ২০২৩ সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দেয় হাইকোর্ট। তখন ডিভিশন বেঞ্চ জানায়, প্যানেল প্রকাশ করলেও কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবে না এসএসসি।
এর পরে মামলা ওঠে নতুন ডিভিশন বেঞ্চে। গত ১৮ জুলাই বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। বুধবার রায় ঘোষণা করল দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন 'আপনারা ফোঁশ করতেও তো পারেন', ঘুরিয়ে কর্মীদের 'অ্যাকশনের' বার্তা মমতার?
মামলায় কী হয়েছিল?
উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটির কথা তুলে ধরে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। ২০২৩ সালে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে ১,৪৬৩ জনকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। মামলাকারীরা জানান, ওই সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ রয়েছে, চাকরিপ্রার্থীদের তা জানানো হয়নি। পরে ৪ বার তা খতিয়ে দেখে এসএসসি। শেষে ইন্টারভিউ থেকে বাদ পড়েন ৭৪ জন। সে ক্ষেত্রেও সঠিক নিয়ম মানা হয়নি বলে অভিযোগ ওঠে।
দীর্ঘ ৭ বছর নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকার পর অবশেষে বুধবার উচ্চ প্রাথমিকের ওই ১৪,০৫২টি পদে নিয়োগের জন্য নতুন মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট। শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে আশাবাদী আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা।