আইনজীবী সেজে লক্ষাধিক টাকার প্রতারণা, পুলিশের জালে বিজেপি নেত্রী নাজিয়া

২০১৮ সালে দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরির হাত ধরে বিজেপিতে যোগ দেন নাজিয়া এলাহি খান।

২০১৮ সালে দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরির হাত ধরে বিজেপিতে যোগ দেন নাজিয়া এলাহি খান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

২০১৮ সালে দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরির হাত ধরে বিজেপিতে যোগ দেন নাজিয়া এলাহি খান।

আইনজীবী পরিচয়ে প্রতারণার অভিযোগে এবার গ্রেফতার বিজেপির মজদুর সেলের সদস্য নাজিয়া এলাহি খান। অভিযোগ, আইনজীবী পরিচয় দিয়ে দাম্পত্য মামলা মিটমাট করার আশ্বাস দিয়ে দম্পতির থেকে ৬ লক্ষ টাকা নেন তিনি।

Advertisment

কিন্তু মামলার নিষ্পত্তি না হওয়ায় টাকা ফেরত চাওয়ায় বিজেপি নেত্রী হুমকি দেন বলে অভিযোগ। গতবছর ভিআইপি রোডের বাসিন্দার অভিযোগে বিজেপি নেত্রীকে গ্রেফতার করল গিরিশ পার্ক থানার পুলিশ।

জানা গিয়েছে, বঙ্গ বিজেপির সংখ্যালঘু মুখ নাজিয়া নিজেকে আইনজীবী হিসাবে পরিচয় দিলেও তাঁর কাছে এমন কোনও প্রমাণ মেলেনি। পুলিশ সূত্রে খবর, সঞ্জীব আগরওয়াল নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন নাজিয়ার বিরুদ্ধে। মামলা লড়ার জন্য নাজিয়া না কি তাঁর কাছ থেকে ৬ লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু মামলা লড়েননি নাজিয়া।

গত বছর গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এরপর তদন্তে নেমে বার অ্যাসোসিয়েশনের কাছে চিঠি দিয়ে নাজিয়ার নাড়ি-নক্ষত্র জানতে চায় পুলিশ। তখনই জানা যায়, আইনজীবী পরিচয় ভুয়ো।

Advertisment

আরও পড়ুন প্রতিবাদী শিক্ষিকাদের ‘বিজেপি ক্যাডার’ বলে তোপ, বিস্ফোরক ফেসবুক পোস্ট ব্রাত্যর

উল্লেখ্য, ২০১৮ সালে দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরির হাত ধরে বিজেপিতে যোগ দেন নাজিয়া। কিন্তু নাজিয়ার গ্রেফতারির খবরে নীরবতা বজায় রেখেছে বিজেপি। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "অনেকেই বিজেপিতে যোগ দিয়েছেন। সবাইকে আমি চিনি না।"

প্রসঙ্গত, নাজিয়াকে তিনি না চিনতে পারলেও বিজেপির লিগ্যাল ও মজদুর সেলের নেত্রী হিসাবে পরিচিত নাজিয়া। বিভিন্ন কর্মসূচিতে দলের সদর দফতরে তাঁকে দেখা গিয়েছে। তাঁর ফেসবুক পেজে একাধিক নেতা-নেত্রীর সঙ্গে ছবি রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp Nazia Elahi Khan Fake Lawyer