বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন বা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের (BGBS 2022) দ্বিতীয় তথা শেষ দিনে বাংলায় লগ্নির ছড়াছড়ি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, শুধু শিল্প সম্মেলন চলাকালীন গত ৪৮ ঘণ্টায় বাংলায় প্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে। এছাড়াও ৪০ লক্ষ চাকরির প্রস্তাব এসেছে। লক্ষ্মীবারে বাংলায় বসতে বাণিজ্য, এমনটাই বলছেন শিল্প বিশেষজ্ঞরা।
এদিন মুখ্যমন্ত্রী জানান, এবারের বাণিজ্য সম্মেলনে ১৩৭টি মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রায় তিন লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে। রাজ্যের অণ্ডাল এবং বাগডোগরা এবার অন্তর্দেশীয় থেকে আন্তর্জাতিক বিমানবন্দর হবে। যা রাজ্যের মুকুটে নয়া পালক। পশ্চিমবঙ্গে রফতানি হাব তৈরি হবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে অনেকগুলি রফতানি কেন্দ্র করতে হবে। যাতে দ্রুত বাংলার উৎপাদন বিদেশে পৌঁছে দেওয়া যায়।”
তৃতীয় বার ক্ষমতায় আসার পর শিল্পায়ন এবং কর্মসংস্থানে জোর দেওয়ার কথা বলেছিলেন মমতা। শিল্পই যে মূল লক্ষ্য তা বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, “বাংলার লক্ষ্য শিল্প। তার জন্য সবরকম সাহায্য করতে প্রস্তুত রাজ্য। আমরা যেন ১০ বছরে এমন জায়গায় পৌঁছে যাই যে অন্য রাজ্যগুলি আমাদের ছুঁতেও না পারে।”
আরও পড়ুন Bengal Global Business Summit 2022: ‘বাংলাকে নিজের ঘর ভাবুন’, শিল্পপতিদের বিনিয়োগে আহ্বান মমতার
গতকালই আদানি গোষ্ঠীর গৌতম আদানি ঘোষণা করেন রাজ্যে আগামী ১০ বছরে ১০ হাজার কোটিরও বেশি বিনিয়োগ করবেন তিনি। এতে ২০-২৫ হাজার কর্মসংস্থান তৈরি হবে। আজ মুখ্যমন্ত্রী জানান, ফ্লিপকার্ট, ইনফোসিসের মতো সংস্থা রাজ্যে বিনিয়োগ করছে। বিদেশ থেকে আসা বিনিয়োগকারীদের যেন যোগাযোগ রাখে সেকথা জানালেন মমতা। এদিন তিনি আগামী বছরের বাণিজ্য সম্মেলনের দিনক্ষণ জানিয়ে দিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী বছর ১, ২ এবং ৩ ফেব্রুয়ারি ফের আয়োজিত হবে বাণিজ্য সম্মেলন।