আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন। ভোটের দামামা বাজিয়ে প্রচার শুরু করে দিয়েছে শাসক-বিরোধী সব দল। মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল, বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। এরই মধ্যে প্রিয়াঙ্কার জীবনে বজ্রপাত। তিরিশের মহারণের আগে বড় ধাক্কা খেলেন বিজেপির আইনজীবী প্রার্থী। হার্ট অ্যাটাকে মৃত্যু হল ছোট ভাইয়ের। ভাইকে হারিয়ে শোকাতুর প্রিয়াঙ্কা।
Advertisment
ভাইয়ের মৃত্যুর কথা মঙ্গলবার সকালেই নিজের ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন প্রিয়াঙ্কা। ভোটের আগে ব্যক্তিগত জীবনে বড় ধাক্কা দিয়ে গেল ছোট ভাইয়ের মৃত্যু। প্রিয়াঙ্কা লিখেছেন, "একমাত্র ছোট ভাই পীযূষকে হারালাম। হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁর। তোমার আত্মার শান্তি কামনা করি।" প্রসঙ্গত, সোমবারই পুজো দিয়ে মনোনয়ন জমা দিয়েছেন প্রিয়াঙ্কা। ঢাক বাজিয়ে, ধুনুচি নিয়ে মহিলাদের নাচ হয়। সেই নাচে অংশ নেন প্রিয়াঙ্কাও।
একুশের বিধানসভা ভোট মেটার কয়েকমাসের মধ্যেই ফের তপ্ত রাজ্য রাজনীতি। ভবানীপুরের উপনির্বাচনকে কেন্দ্র করে ফের সম্মুখ-সমরে শাসক-বিরোধী যুযুধান দুই প্রবল প্রতিপক্ষ। ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল। মনোনয়নপত্র জমা ঘিরে এদিন সকাল থেকেই বিজেপি নেতা-কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। মনোনয়ন পর্বকে রঙিন করতে আগেভাগেই পরিকল্পনা করে রেখেছিলেন গেরুয়া শিবিরের নেতারা।
সেই মতো এদিন বেলা ১১টা নাগাদ ভবানীপুরের গোলবাড়ি মন্দির থেকে মিছিল শুরু করে বিজেপি। মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিতে বেরিয়ে পড়েন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সঙ্গে ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দীনেশ ত্রিবেদী, সৌমিত্র খাঁ, রুদ্রনীল ঘোষরা। বিজেপির এই মিছিল ছিল জাঁকজমকপূর্ণ। ঢাক বাজিয়ে, ধুনুচি নাচে মিছিল এগোতে থাকে আলিপুর সার্ভে বিল্ডিংয়ের দিকে। মনোনয়নপত্র জমার আগেই আলিপুর সার্ভে বিল্ডিংয়ে পৌঁছন দীনেশ ত্রিবেদী। পরে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছন শুভেন্দু অধিকারী, অর্জুন সিংরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন