Advertisment

আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, গ্রেফতার অগ্নিমিত্রা পাল-সহ একাধিক বিজেপি কর্মী

বাঁকুড়া, বনগাঁ, রায়গঞ্জ, মেদিনীপুর-সহ একাধিক জায়গায় প্রতিবাদ মিছিল, বিক্ষোভ অবস্থান করেন মহিলা মোর্চার কর্মীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
allegations against state police for detaining Agnimitra Pal in Asansol muni poll 2022

সরব অগ্নিমিত্রা।

নারী নির্যাতন, ধর্ষণ-সহ একাধিক ঘটনার প্রতিবাদে মহিলা মোর্চার আইন অমান্য আন্দোলন ঘিরে উত্তাল পরিস্থিতি হল ভবানী ভবনের সামনে। মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে এই অভিযানে ধুন্ধুমার হয় আলিপুরে। অশান্তির জেরে গ্রেফতার হন আসানসোল দক্ষিণের বিধায়ক-সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক।

Advertisment

এদিন রাজ্যজুড়ে আইন অমান্য কর্মসূচি পালন করে মহিলা মোর্চা। বাঁকুড়া, বনগাঁ, রায়গঞ্জ, মেদিনীপুর-সহ একাধিক জায়গায় প্রতিবাদ মিছিল, বিক্ষোভ অবস্থান করেন মহিলা মোর্চার কর্মীরা। কলকাতায় মূল কর্মসূচিতে নেতৃত্ব দেন অগ্নিমিত্রা। পুলিশ কর্মসূচিতে বাধা দিলে ধস্তাধস্তি বেধে যায় বিজেপি কর্মীদের সঙ্গে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে যান ডিসিপি সাউথ কলকাতা। ভবানী ভবনের সামনে অশান্তির জেরে গ্রেফতার করা হয় অগ্নিমিত্রা-সহ বেশ কয়েক দন বিজেপি নেত্রী-কর্মীকে।

আরও পড়ুন বিক্ষোভ কর্মসূচি ঘিরে পুলিশ-বিজেপি ধস্তাধস্তি, সেন্ট্রাল অ্যাভিনিউয়ে তুলকালাম

গ্রেফতারের প্রতিবাদে প্রিজন ভ্যানে উঠতে উঠতে অগ্নিমিত্রা বলেন, "আমরা বিজেপি করি বলে প্রতিবাদ করলেই গ্রেফতার করতে হবে? ধর্ষণের মতো সেনসেটিভ ইস্যুকে বাম সরকারও রাজনৈতিক হাতিয়ার করেছিল, মমতা ব্যানার্জিও করছেন। বেছে বেছে রাজ্যে বিজেপি কর্মী-সমর্থকদের ধর্ষণের শিকার হতে হচ্ছে। বিরোধী রাজনীতির মাশুল দিচ্ছেন তাঁরা। কী বলবেন মুখ্যমন্ত্রী এ নিয়ে?"

প্রসঙ্গত, হাওড়ার আমতায় বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ তুলেছে বঙ্গ বিজেপি। সেই অভিযোগ ঘিরে চলতি সপ্তাহে নানা জায়গায় একাধিক প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিজেপি। বুধবারই দিল্লিতে পার্লামেন্টের সামনে দিলীপ ঘোষ-সহ বিজেপি সাংসদরা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata police bjp Agnimitra Paul Mahila Morcha
Advertisment