রবিবার কলকাতায় ভোট। চলছে বন্দুক হাতে খাঁকি উর্দিধারীদের রুট মার্চ, কড়া নিরাপত্তার চাদরে তিলোত্তমা। কিন্তু এরই মধ্যে রাতের কলকাতায় বোমাবাজির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে দক্ষিণ কলকাতার ৬৮ নম্বর ওয়ার্ডের অভিজাত বালিগঞ্জ প্লেসের বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়ায়। রাজ্যের প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তথা ওই ওয়ার্ডের নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভয়ের পরিবেশ তৈরি করতেই বোমা ছুড়েছে। তবে, অভিযোগ উড়িয়ে দিয়েছেন তনিমাদেবীর প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায়।
নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায়ের অভিযোগ, শুক্রবার রাতে বালিগঞ্জ প্লেসে বাইকে চড়ে ৩ জন দুষ্কৃতী এসেছিল। প্রথমে তারা এলাকায় তনিমাদেবীর অনুগামী বলে পরিচিতদের নাম নিয়ে ডাকাডাকি ও হুমকির সুরে গালমন্দ করেন। এরপর পর পর ২টি বোমা মেরে চলে যায় দুষ্কৃতীরা। তনিমাদেবী সহ স্থানীয়দের অভিযোগ, দুষ্কৃতীরা শাসক দলের আশ্রিত।
ভোটের মুখে এই ঘটনায় রীতিমত আতঙ্কিত বালিগঞ্জ প্লেসে স্থানীয় বাসিন্দারা। তাঁদেরই একজনের কথায়, 'গত ৫০-৬০ বছর আমরা এখানে থাকি। এরকম বোমা বাজির ঘটনার কখনও ঘটেনি।' দুষ্কৃতীরা তৃণমূল প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায়ের নাম করে বোমাবাজি করেছে বলে দাবি স্থানীয়দের একাংশের।
আরও পড়ুন- রাত পোহালেই কলকাতায় পুরভোট, শহরজুড়ে আঁটোসাঁটো নিরাপত্তা
তবে অভইযোগে আমল দিচ্ছেন না তৃণমূল প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায়। তাঁর পাল্টা দাবি, 'যাঁদের বাড়ির সামনে এই ঘটনা তাঁরাই বোমা মেরেছেন।'
এর আগে ৬৮ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীর দেওয়াল লিখন ঘিরেও বিতর্ক তৈরি হয়েছিল। অভিযোগ ওঠে তনিমা চট্টোপাধ্যায়ের প্রচারের জন্য দেওয়াল লিখন তৃণমূলের তরফে মুছে দেওয়া হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন