ক্রমশ ঘন হচ্ছে অনিশ্চয়তার মেঘ। মাথা গোঁজার জন্য ভবিষ্যতে কোথায় ঠাঁই পাবেন তা নিয়ে আতঙ্ক অব্যহত। বৌবাজারে সপ্তাহ দুয়েক ধরে চলছে ভাঙা গড়ার খেলা। এরইমাঝে, সোমবার সকালে ৯.৩০ নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আরও একটি বাড়ি। জানা যাচ্ছে, স্যাকরাপাড়া লেনের ৮বি নম্বর বাড়িটিকে আগে থেকেই খালি করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল)-এর তরফে এই বাড়িটিকে বিপজ্জনক বাড়ির তালিকায় রাখা হয়েছিল। আজ দিন শুরু হতেই রাস্তার ওপর পড়ে যায় বাড়িটি।
আরও পড়ুন: নারদকাণ্ডে ফের শোভন-শুভেন্দুকে সিবিআই তলব, ডাকা হয়েছে ম্যাথুকেও
বাড়ির মালিকের নাম ভবানী সেন। বছর চারেক আগে স্বামীকে হারিয়েছেন তিনি। এরপর একমাত্র ছেলের সঙ্গে ৮বি নম্বর বাড়িতে থাকতেন ভবানী দেবী। কার্যত একমাত্র সম্বল বলতে ছিল এই বাড়িটিই। খালি করার সময় কিছু দরকারি নথিপত্র এবং কয়েকটি জামাকাপড় ছাড়া কিছুই সঙ্গে নিতে পারেন নি তাঁরা। ছেলে অরিত্র ২০২০ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে। সে জানিয়েছে, তার অধিকাংশ বইখাতাই রয়েছে বাড়ির মধ্যে।
বৌবাজারে ভেঙে পড়েছে আরও একটি বাড়ি
উল্লেখ্য, বৌবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রো সুড়ঙ্গ বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের বাড়ির বদলে বাড়ি, এবং প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে, সম্প্রতি এমন আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ততদিন ভাড়া বাড়ির ব্যবস্থাও করে দেওয়া হবে বলে খবর। তবে সেই সংস্থান না হওয়া পর্যন্ত শান্তিতে নেই এলাকার কোনও বাসিন্দাই।
জানা যাচ্ছে, বেশ কিছুদিন আগে বাড়িটির পিছনের অংশ ভেঙে পড়ে। এদিকে ওই এলাকার গৌর দে লেনের বেশ কিছু বাড়িও ফাঁকা করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গৌর দে লেন থেকে মেট্রোর টানেল যাচ্ছে দুর্গা পিথুরি লেনের দিকে। এখন গৌর দে লেনের বাড়ির নিচে পাইপলাইন বসিয়ে গ্রাউটিং-এর কাজ করা হচ্ছে। অর্থাৎ সিমেন্ট ও রাসায়নিক কেমিক্যাল মাটির তলায় প্রবেশ করিয়ে মাটি তথা বাড়ির ভিতকে শক্ত করা হচ্ছে।
চলছে গ্রাউটিং এর কাজ
রবিবার কেএমআরসিএল-এর তরফে জানানো হয়েছিল, দুর্গা পিথুরি লেনের বাসিন্দাদের অনুমতি নিয়ে পাঁচটি বাড়ি ভেঙে ফেলা হবে। ছাড়পত্র মিলেছে পুরসভার তরফ থেকেও। সোমবার দুর্গা পিথুরি লেনে পৌঁছে গিয়েছে এলিভেটর মেশিন। যা দিয়ে দেখা হচ্ছে ঠিক কোথা দিয়ে ভাঙা হবে বাড়িগুলি। পাশাপাশি নিয়ে আসা হয়েছে এল ম্যান পাওয়ার মেশিনও। সোমবার মূলত তিনটি বাড়ি ভাঙার রণনীতি তৈরি করা হবে।