নারদকাণ্ডে আবারও তলব করা হল পহিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। আগামী বুধবার নিজাম প্যালেসে শুভেন্দু-শোভনকে তলব করেছে সিবিআই। একইসঙ্গে নারদকর্তা ম্যাথু স্যামুয়েলকেও তলব করা হয়েছে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে নারদকাণ্ডে অভিযুক্তদের কন্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ চলছে নিজাম প্যালেসে। মূলত কন্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্যই শোভন-শুভেন্দুকে তলব বলে মনে করা হচ্ছে। এর আগেও প্রাক্তন দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ও পরিবহণমন্ত্রীকে তলব করা হয়েছিল। কিন্তু হাজিরা দেননি বিজেপি নেতা শোভন ও মন্ত্রী শুভেন্দু।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, শুভেন্দু-শোভন-ম্যাথুকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদও করা হতে পারে। নারদকাণ্ডে ১৩ অভিযুক্তের মধ্যে তৃণমূলের সুলতান আহমেদের মৃত্যু হয়েছে। বাকি ১২ অভিযুক্তের মধ্যে ৫ জনের কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করা বাকি রয়েছে বলে খবর।
আরও পড়ুন: অগ্নিকন্যা থেকে ‘প্রশান্ত’, মমতার ভোলবদল!
TMC leaders Subhendu Adhikary, Mathew Samuel and Kolkata former Mayor Sovan Chatterjee, who has recently joined BJP, have been summoned by CBI asking them to appear before the agency on 11th Sept in connection with Narada scam.
— ANI (@ANI) September 9, 2019
আরও পড়ুন: এবার পুরোহিতদের ভাতার বিষয়ে চিন্তা-ভাবনা মমতা সরকারের
প্রসঙ্গত, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের মুখে ম্যাথু স্যামুয়েলের করা নারদ স্টিং অপারেশনে হইচই পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। নারদ স্টিং অপারেশনে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীকে টাকা নিতে দেখা যায়। যে ভিডিওর সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। এই ভিডিও প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে যায়। পরবর্তীক্ষেত্রে এ ঘটনার তদন্তভার নেয় সিবিআই। ইতিমধ্যেই এ মামলায় তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, তৃণমূল সাংসদ সৌগত রায়, প্রাক্তন মন্ত্রী মদন মিত্র, বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এসএমএইচ মির্জার কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।