Buddhadeb Bhattacharya Health Condition: ক্রমশ সুস্থ হয়ে উঠছেন করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা এখন অনেকটাই স্বাভাবিক। টানা বাইপ্যাপ সাপোর্টের তেমন প্রয়োজন পড়ছে না। কমেছে কাশিও। বুদ্ধবাবুর শারীরিক অবস্থা নিয়ে মঙ্গলবার বেসরকারি হাসপাতালের তরফে প্রকাশিত বুলেটিনে এই ত্য দেওয়া হয়েছে।
এদিনের সকালের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, বর্তামামে সাতাত্তর বছর বয়সী বুদ্ধদেব ভট্টাচার্যর শরীরে অক্সিজেনের মাত্রা ৯৫ শতাংশ। পালস রেট প্রতি মিনিটে ৬৫। মাঝে রক্তে শর্করার পরিমাণ কমলেও এখন তা স্বাভাবিক। গল্ুকোজ সহ অন্যান্য খাবার তরল করে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন- কোভিডে মৃত ভোটকর্মীদের পরিবার ক্ষতিপূরণ পাবে, সিদ্ধান্ত ক্যাবিনেটের
চিকিৎসকরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই নিজেই খেতে পারছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কথাও বলছেন স্বাভাবিকভাবে। তবে সামান্য শ্বাসকষ্ট রয়েছে। তাঁর রেমডেসিভিরের কোর্সও সম্পূর্ণ হয়ে গিয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা নিয়ে সন্তুষ্ট চিকিৎসকরা। এখন
গত ১৮ মে করোনায় আক্রান্ত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। হাসপাতালে যেতে না চাওয়ায় বাড়িতে হোম আইসোলেশনেই তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু গত মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যায়। ফলে বাড়তে থাকে উদ্বেগ। তাই চিকিৎসকরা তাঁকে আর বাড়িতে রাখার ঝুঁকি নেননি। ভরতি করা হয় আলিপুরের বেসরকারি হাসপাতালে। করোনা আক্রান্ত হওয়ায় সেখানে ভর্তি ছিলেন বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যও।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন