Advertisment

রাজীবের পর দময়ন্তীর বাড়িতে সিবিআই, দুঁদে আইপিএসকে জিজ্ঞাসাবাদ

রোজভ্যালি কেলেঙ্কারির তদন্ত সম্পর্কে জানতেই দময়ন্তীকে জিজ্ঞাসাবাদ বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
ips damayanti sen,আইপিএস দময়ন্তী সেন, damayanti sen, দময়ন্তী সেন, দময়ন্তী সেনের খবর, CBI Quiz Ips Damayanti Sen in Rose Valley Scam, দময়ন্তী সেনের বাড়িতে সিবিআই, দময়ন্তী সেনকে সিবিআই জিজ্ঞাসাবাদ, রোজভ্যালিকাণ্ডে দময়ন্তীকে জিজ্ঞাসাবাদ, damayanti sen news, damayanti sen latest news, damayanti sen is back in kolkata police, কলকাতা পুলিশে ফিরলেন দময়ন্তী সেন, পুলিশ, লালবাজার, lalbazar, park streat rape, পার্ক স্ট্রিটে গণধর্ষণ, mamata banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়, suzette, সুজেট, nusrat jahan, kader khan, নুসরত জাহান, কাদের খান

আইপিএস দময়ন্তী সেন। ছবি: ফেসবুক।

রোজভ্যালিকাণ্ডের তদন্তে এবার সিবিআই-এর মুখোমুখি হলেন দুঁদে আইপিএস দময়ন্তী সেন। সূত্রের খবর, মঙ্গলবার কলকাতার প্রাক্তন গোয়েন্দা প্রধানের পার্ক স্ট্রিটের বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। জানা যাচ্ছে, ওই দলে ছিলেন সিবিআই-এর এক মহিলা আধিকারিক। রোজভ্যালি কেলেঙ্কারির তদন্ত সম্পর্কে জানতেই দময়ন্তীকে জিজ্ঞাসাবাদ বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে।

Advertisment

আরও পড়ুন: সুখবর দিলেন মমতা, বেতন বাড়ছে অধ্যাপকদের

জানা যাচ্ছে, রোজভ্যালি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ জমা পড়েছিল দময়ন্তী সেনের কাছে। তিনি সে সময় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান ছিলেন। আর্থিক দুর্নীতি সংক্রান্ত সেসব অভিযোগের তদন্ত করেন দময়ন্তী। এ সংক্রান্ত বিষয়ে সেবিতে রিপোর্টও পাঠান পার্ক স্ট্রিট গণধর্ষণকাণ্ডের অন্যতম তদন্তকারী দময়ন্তী। রোজভ্যালিকাণ্ডের সেই তদন্তের বিষয়ে জানতেই এদিন কলকাতা পুলিশের বর্তমান অতিরিক্ত কমিশনার (৩)-কে সিবিআই জিজ্ঞাসাবাদ বলে খবর।

আরও পড়ুন: সাত বছর কোথায় ছিলেন দময়ন্তী সেন?

উল্লেখ্য, সোমবারই রোজভ্যালি মামলায় ডিসি বন্দর ওয়াকার রাজাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। জানা গিয়েছে, ২০১২ সালে কাস্টমস হাউসে বৈঠক হয়। সেই বৈঠকে ছিলেন সেবি ও আরওসি-র আধিকারিকরা। সিবিআই-এর দাবি, সিআইডি-র হয়ে ওই বৈঠকে ছিলেন রাজা। বৈঠকে ওয়াকার রাজা জানিয়েছিলেন, অভিযোগ না থাকায় রোজভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এরপর সেবির তরফে রোজভ্যালির বিরুদ্ধে অভিযোগপত্রের কপি পাঠানো হয়। এরপর রোজভ্যালির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা, এ ব্যাপারে জানতেই ওই আইপিএসকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর।

উল্লেখ্য, রোজভ্যালিকাণ্ডে নাম জড়িয়েছে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারেরও। এ মামলায় রাজীবকে সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই।

kolkata news cbi
Advertisment