/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/12/cbi-news-759.jpg)
ফাইল ছবি।
বছর শেষের দিনে বাংলায় রাজনৈতিক উত্তাপ একেবারে গনগনে। তৃণমূল নেতার বাড়িতে হানা দিল সিবিআই। গরু পাচারকাণ্ডের তদন্তে কলকাতায় যুব তৃণমূল নেতার ২টি বাড়িতে তল্লাশি অভিযান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। সূত্রের খবর, তৃণমূল যুব নেতা বিনয় মিশ্রের ২টি আস্তানায় হানা দিয়েছেন তদন্তকারীরা।
আদালত থেকে সার্চ ওয়ারেন্ট মেলার পরই এদিন সকালে লেকটাউন ও রাসবিহারীতে হানা দেন কমপক্ষে সিবিআই-এর ১০ জন আধিকারিক। সূত্রের খবর, তৃণমূল যুব কংগের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রের বিরুদ্ধে সিবিআই লুকআউট নোটিসও জারি করেছে। তদন্তে একাধিকবার তাঁর নাম উঠে এসেছে বলে খবর। সমস্ত বিমানবন্দরে বিনয় মিশ্র সম্পর্কে জানানো হয়েছে। তিনি পলাতক বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: সৌমেন্দুকে পুরসভা থেকে অপসারণ, বছর শুরুতেই জবাব বিজেপির
অন্য়দিকে, এ ঘটনায় টুইট করেছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।
बंगाल के एक पॉवर ब्रोकर विनय मिश्रा के यहाँ सीबीआई के छापे के बाद बंगाल के उच्च अधिकारियों की आपातकालीन बैठक और मुख्यमंत्री एवं भाइपो के यहाँ हलचल, प्रदेश में चर्चा का विषय है!
— Kailash Vijayvargiya (@KailashOnline) December 31, 2020
উল্লেখ্য়, এই মামলায় এই প্রথম কোনও তৃণমূল নেতার নাম সরাসরি উঠে এল। গত সেপ্টেম্বরে এ মামলায় বিএসএফ-এর প্রাক্তন আধিকারিক সতীশ কুমার ও আরও ৪ জনের নামে মামলা দায়ের করেছিল সিবিআই। গত ১৭ নভেম্বর গ্রেফতার করা হয় সতীশ কুমারকে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন