সংক্রমণের ঝড়ের মাঝে করোনা আক্রান্ত কবি জয় গোস্বামী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা করার সিদ্ধান্ত নেওয়া হয়। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
সূত্রের খবর, প্রাথমিকভাবে সুস্থ থাকলেও রবিবার সকাল থেকেই করোনার যাবতীয় লক্ষণ দেখা দেয়। ক্রমশ বেড়ে চলে জ্বর। সঙ্গে বমিও হতে শুরু করে। কবির দেহে এমন লক্ষণ দেখে বেলেঘাটা আইডি-তে প্রথমে নন-কোভিড ওয়ার্ডে, পরে রিপোর্ট পজিটিভ এলে কোভিড ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুন, কোভিড কেড়ে নিল সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে, শোকের ছায়া সংবাদ জগতে
বর্তমানে চিকিৎসকরা তাঁর স্বাস্থ্যের অবস্থা খুঁটিয়ে দেখছেন।চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল কবির অবস্থা। কবির স্ত্রী কাবেরী গোস্বামীরও করোনার মৃদু উপসর্গ রয়েছে। তাকেও ভর্তি করা হয়েছে হাসপাতালে।
এদিকে, রাজ্যেও প্রতিদিন রেকর্ড হারে বাড়ছে করোনা আক্রান্তদের সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্তদের মোট সংখ্যা ১৯১১৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪৭ জনের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন