Advertisment

দেবাঞ্জন তৃণমূলের আইটি সেলের আহ্বায়ক ছিল, দাবি দিলীপ ঘোষের

Fake Vaccine Scam: ভুয়ো টিকা কাণ্ডে এবার গ্রেফতার দেবাঞ্জন দেবের নিরাপত্তারক্ষী।

author-image
IE Bangla Web Desk
New Update
Debanjan Deb, Dilip Ghosh, TMC, Fake IAS

দেবাঞ্জনকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

Fake Vaccine Scam: ভুয়ো টিকা কাণ্ডে এবার গ্রেফতার দেবাঞ্জন দেবের নিরাপত্তারক্ষী। অরবিন্দ বৈদ্য ওরফে মিঠুকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। গত চারদিন ধরে বেশ কয়েক দফায় লালবাজারে ডেকে অরবিন্দকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরায় অসঙ্গতি দেখা দেয় মিঠুর বয়ানে, দাবি পুলিশের।

Advertisment

পুলিশ জানিয়েছে, একাধিক ষড়যন্ত্র ও অপরাধে দেবাঞ্জনকে সাহায্য করেছেন মিঠু। পুলিশের অনুমান, দেবাঞ্জনের বিরুদ্ধে ওঠা জালিয়াতির একাধিক অভিযোগে নিরাপত্তা রক্ষীর যোগসাজশ থাকতে পারে। এদিকে, দেবাঞ্জনকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সরাসরি শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে দেবাঞ্জনের যোগের দাবি করেছেন দিলীপ।

ফেসবুক পোস্টে দিলীপের দাবি, "দেবাঞ্জন দেব দক্ষিণ কলকাতা তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন বলে খবর পেয়েছি। সংগঠন থেকে সরকার সব জায়গায় জড়িত ছিলেন তিনি। সর্বোচ্চ নেতারা জানতেন। তাঁরা জানতেন বলেই এতদিন তিনি এসব করতে পেরেছেন।"

আরও পড়ুন ভুয়ো পরিচয়ে দেশের ভ্যাকসিন উৎপাদক সংস্থাদের ‘চিঠি লিখেছিলেন’ দেবাঞ্জন!

এদিকে, কলেজে পড়তে পড়তেই জালিয়াতিতে হাত পাকাতে শুরু করেছিল ভুয়ো আইএএস পরিচয়ে ধৃত দেবাঞ্জন দেব। দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের অধ্যাপককে সিনেমায় অভিনয়ের সুযোগ করিয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দেবাঞ্জনের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ওই শিক্ষক। তাঁর কাছেই বাড়িতে পড়তে আসত দেবাঞ্জন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc dilip ghosh Fake IAS Debanjan Deb
Advertisment