Advertisment

'কলকাতা অশান্ত কেন?' সিপি অনুজ শর্মাকে কড়া প্রশ্ন কমিশনের

খোদ কলকাতার পুলিশ কমিশনারকে আইনশৃঙ্খলার অবনতি প্রশ্নে ভর্ৎসনা করল নির্বাচন কমিশন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গতকাল এডিজি (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিংয়ের সঙ্গে বৈঠকের পর উষ্মা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ভোট করানো একটা চ্যালেঞ্জ। সেটা তিনদিনের বঙ্গ সফরে এসে বুঝতে পেরেছে টিম সুনীল আরোরা। তাই বৃহস্পতিবারের পর শুক্রবারেও ডিজি-সিপি ও সচিবদের সঙ্গে বৈঠকে ফের আইনশৃঙ্খলা প্রশ্নে সরব কমিশনের ফুল বেঞ্চ। এবার খোদ কলকাতার সিপি অনুজ শর্মাকে আইনশৃঙ্খলার অবনতি প্রশ্নে ভর্ৎসনা করল কমিশন।

Advertisment

রাজ্যে হিংসামুক্ত বিধানসভা ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এ নিয়ে রাজ্য প্রশাসনকে বারবার কড়া বার্তা দিয়েছে কমিশন। এবার খাস কলকাতার (আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে পুলিশ কমিশনার অনুজ শর্মা। কলকাতায় কেন এত রাজনৈতিক হিংসা? সরাসরি পুলিশ কমিশনারকে প্রশ্ন করে তারা। বিস্ময়ের সুরে কমিশন জানতে চেয়েছে, কলকাতায় এমন পরিস্থিতি হলে গ্রাম বাংলার পরিস্থিতি কী? এমনটাই কমিশন সূত্রে খবর।

আরও পড়ুন ‘ভোটের কাজে সিভিক ভলান্টিয়ার-গ্রিন পুলিশ নয়’, ডিএম-এসপিদের নির্দেশ কমিশনের

কমিশনের প্রশ্নবাণে রীতিমতো বিপাকে পড়তে হয়েছিল অনুজ শর্মাকে। এদিন এমনটাই জানা গিয়েছে। কমিশনের প্রশ্ন, 'জামিন অযোগ্য ধারায় মামলা থাকা সত্বেও কেন অভিযুক্তদের গ্রেপ্তার করা যাচ্ছে না। কেন শান্তি ফেরানো যাচ্ছে না কলকাতায়?' এরপরই কমিশন নির্দেশ দেয়, কলকাতায় অবিলম্বে শান্তি ফেরাতে হবে। মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে যেতে পারেন তেমন পরিবেশ তৈরি করতে হবে।

এবারের ভোটে পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার হাল ফেরাতে উঠে পড়ে লেগেছে কমিশন। গত নির্বাচনগুলির অভিজ্ঞতার নিরিখে, বিশেষ করে পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার হিংসা ঠেকাতে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করতে তারা প্রস্তুত। সম্প্রতি রাজ্য সফরে এসেও আইনশৃঙ্খলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। অবিলম্বে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বলার পাশাপাশি আইন শৃঙ্খলার হাল ফেরাতে যথাসম্ভব পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছিলেন সুদীপ জৈন। এবার কলকাতার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলল কমিশন।

election commission kolkata CP
Advertisment