Fake CBI Official: দেবাঞ্জন দেবের পর আরও এক ভুয়ো অফিসার গ্রেফতার কলকাতায়। বাজেয়াপ্ত সিবিআই স্টিকার লাগানো নীল বাতি গাড়ি। বরানগরের বাসিন্দা ওই ব্যক্তির নাম সনাতন রায়চৌধুরি। তিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী। তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের আইনজীবী হিসাবে প্রভাব খাটিয়ে ১০ কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে। তাঁকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে।
গত ৩০ জুন তাঁর বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই আইনজীবীর বিরুদ্ধে তালতলা থানাতেও ভুয়ো পরিচয়ে সম্পত্তি সংক্রান্ত জালিয়াতির অভিযোগ দায়ে হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে ওঠাবসা ছিল তাঁর। সেই প্রভাব খাটিয়েই প্রতারণা করেছেন বলে অভিযোগ। ওই অভিযুক্তের সঙ্গে অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের ছবিও প্রকাশ্যে এসেছে। যদিও ওই ব্যক্তিকে আইনজীবী হিসাবেই চেনেন বলে জানিয়েছেন রুদ্রনীল।
আরও পড়ুন পুলিশের জালে দেবাঞ্জনের আরেক সহযোগী ইন্দ্রজিৎ
সনাতন নিজেকে সোশ্যাল মিডিয়ায় সিবিআইয়ের বিশেষ কৌঁসুলি হিসাবে পরিচয় দিতেন বলে জানা গিয়েছে। কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল ও সিবিআইয়ের আইনজীবী হিসাবে পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে গড়িয়াহাট থানা এলাকার ১০ কোটি সম্পত্তি আত্মসাতের চেষ্টা করেছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ। ভুয়ো আইএএস পরিচয়ে দিয়ে দেবাঞ্জন দেবের প্রতারণা কাণ্ডের রেশ কাটার আগেই আরও এক ভুয়ো আধিকারিকের পর্দাফাঁস হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন