/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/fire-lead-1.jpg)
খিদিরপুরে ঝুপড়িতে আগুন।প্রতীকী ছবি।
কলকাতায় ফের অগ্নিকাণ্ড। খিদিরপুরে ঝুপড়িতে আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। রাস্তা সরু হওয়ায় ঘটনাস্থলে যেতে সমস্যা হয় দমকলের। কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। খিদিরপুর স্টেশন সংলগ্ন এলাকায় আগুন লাগে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, কয়েকজন আটকে পড়েছিলেন, পরে তাঁদের সকলে উদ্ধার করা হয়। সকলকেই বের করে আনা সম্ভব হয়েছে বলে দাবি দমকলের। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: বৈশাখীর ‘চাকরি খেলেন’ মমতা! শোভনের পাশে বসে কাঁদতে কাঁদতে ইস্তফা ঘোষণা
উল্লেখ্য, কয়েকদিন আগে নন্দরাম মার্কেটে আগুন লেগেছিল। তারও আগে এপ্রিল মাসে এক্সাইড মোড়ের কাছে একটি বহুতলের ৪ তলায় বিধ্বংসী আগুন লাগে। দমকলের ১২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই বহুতলে বেশ কিছু অফিস রয়েছে। আগুনের তাপে ভেঙে পড়েছিল বহুতলের ছাদের একাংশ। এসিতে শর্টসার্কিট থেকে আগুন বলে মনে করা হয়েছিল।
আরও পড়ুন: বুদ্ধদেব ভট্টাচার্যের দয়াতেই মমতা আজ রাজনীতিতে আছেন, বিস্ফোরক মুকুল
এর আগে গড়িয়াহাটে একটি বহুতলে আগুন লাগে। যে আগুনে ক্ষতিগ্রস্ত হয় শহরের অন্যতম নামী শাড়ির দোকান ট্রেডার্স অ্যাসেম্বলি। পুড়ে ছাই হয়ে যায় অসংখ্য শাড়ি-শাল। বিপুল পরিমাণে আর্থিক ক্ষতি হয় বলে জানা গিয়েছিল। প্রায় ১২ ঘণ্টা পর দমকলের ২০টি ইঞ্জিনের চেষ্টায় গড়িয়াহাটের আগুন নিভেছিল। গত বছর সেপ্টেম্বর মাসে বাগরি মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ডের স্মৃতি এখনও টাটকা। বাগরির পরও শহরের বিভিন্ন প্রান্তে বারবার অগ্নিকাণ্ডের খবর সামনে এসেছে। কলকাতা মেডিক্যাল কলেজ, পার্ক স্ট্রিটের এপিজে হাউসেও আগুন লেগেছিল।