Advertisment

বেলেঘাটায় দাঁড়িয়ে থাকা পরপর ৩টি লরিতে বিধ্বংসী আগুন

শুক্রবার ভরদুপুরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় জনবহুল এই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৫টি ইঞ্জিন।

author-image
IE Bangla Web Desk
New Update
fire breaks out in trucks at beleghata

আগুন নেভানোর চেষ্টায় দমকলকর্মীরা। ছবি- পার্থ পাল।

বেলেঘাটায় দাঁড়িয়ে থাকা পরপর তিনটি লরিতে বিধ্বংসী আগুন। শুক্রবার ভরদুপুরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় জনবহুল এই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৫টি ইঞ্জিন। বেশি কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন দমকলকর্মীরা। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

Advertisment

বেলেঘাটার বরফকল এলাকার পেট্রোল পাম্পের গা ঘেঁষে বরাবরই সারি দিয়ে দাঁড়িয়ে থাকে লরি। শুক্রবার দুপুরে প্রথমে দাঁড়িয়ে থাকা একটি লরিতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও দুটি লরিতে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

publive-image
আগুন নেভানোর চেষ্টায় দমকলকর্মীরা। ছবি- পার্থ পাল।

পাশেই পেট্রোল পাম্প থাকার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা তৈরি হয়। জনবহুল এই এলাকায় বড়সড় ক্ষয়-ক্ষতির আশঙ্কা তৈরি হয়।

publive-image
পাশে পেট্রোল পাম্প থাকায় আতঙ্ক চরমে ওঠে।

আরও পড়ুন- ইউক্রেন ফেরত পড়ুয়াদের সরকারি মেডিক্যাল কলেজে ইন্টার্নশিপ, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিকে, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকল। একে একে দমকলের পাঁচটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ। দমকলকর্মীদের সঙ্গে সাহায্যে এগিয়ে আসেন স্থানীয়রাও।

publive-image
ততক্ষণে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে আগুন। ছবি- পার্থ পাল।

দমকলকর্মীদের তৎপরতার জন্যই আগুন ছড়িয়ে পড়া রুখে দেওয়া গিয়েছে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এনে ফেলেন দমকলকর্মীরা। তবে ঠিক কী কারণে লরিতে আগুন লাগল তা এখনও স্পষ্ট হয়নি।

kolkata news trucks fire kolkata
Advertisment