ভোররাতে ভয়াবহ আগুন দক্ষিণ শহরতলীর বেহালায়। এদিন ভোর সাড়ে চারটে নাগাদ বেহালা চৌরাস্তার পাশের একটি বাজারে আগুন লেগে যায়। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের ভিতরে। পাশাপাশি থাকা বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর সাড়ে চারটে নাগাদ আচমকা আগুন লেগে যায় বেহালার বীরেন রায় রোড পূর্ব রাস্তার পাশের বাজারে। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার নেয়।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হন স্থানীয়রা। ভোররাতে রীতিমতো ভিড় জমে যায় বেহালা চৌরাস্তার পাশের ওই বাজারে। আগুন ভয়াবহ আকার নেয়। এদিকে খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই দমকলের ৫টি ইঞ্জিন যায় ঘটনাস্থলে।
আরও পড়ুন- বন্ধুর স্ত্রীকে রং মাখানো নিয়ে বিবাদ, দোলের দিন কলকাতায় চলল গুলি, নিহত ব্যবসায়ী
দমকলকর্মীরা আসার আগেই অবশ্য আগুন নেভানোর চেষ্টা শুরু করে দিয়েছিলেন স্থানীয়রা। পরে দমকলকর্মীরাও আগুন নেভানোর কাজে পুরোদমে নেমে পড়েন। তাঁদের সাহায্য করেন স্থানীয়রাও। এভাবেই চলতে থাকে বেশ কিছুক্ষণ। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসে যায়।
তবে অগ্নিকাণ্ডের জেরে ওই বাজারের ভিতরে থাকা প্রায় ২৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ঠিক কী থেকে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট হয়নি। দমকলের আধিকারিকরাও এব্যাপারে এখনও কিছু জানাতে পারেননি।