Advertisment

কলকাতায় 'গোলি মারো' স্লোগানকাণ্ডে গ্রেফতার আরও এক

সিসিটিভি ফুটেজ দেখে আরও বেশ কয়েকজনকে পুলিশ চিহ্নিত করেছে বলে জানা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কলকাতায় 'গোলি মারো' স্লোগান দেওয়ার অপরাধে গ্রেফতার আরও এক।

কলকাতায় 'গোলি মারো' স্লোগান দেওয়ার অপরাধে গ্রেফতার আরও এক। সোদপুরের ঘোলা থেকে বিজেপি কর্মী সুজিত বড়ুয়াকে গ্রেফতার করেছে নিউমার্কেট থানার পুলিশ। অমিত শাহের সভায় যাওয়ার পথে 'গোলি মারো' স্লোগান দিয়ে এই নিয়ে মোট গ্রেফতারির সংখ্যায় বেড়ে হল চার। সিসিটিভি ফুটেজ দেখে আরও বেশ কয়েকজনকে পুলিশ চিহ্নিত করেছে বলে জানা গিয়েছে।

Advertisment

আরও পড়ুন: ‘বলার আগে দু’বার ভাবুন’, মমতাকে চরম হুঁশিয়ারি গেরুয়া নেতৃত্বের

'গোলি মারো' স্লোগান ঘিরে বিতর্ক তুঙ্গে। দিল্লি হিংসার পিছনে বিজেপি নেতা, মন্ত্রীদের মুখে এই স্লোগান উস্কানি হিসাবে কাজ করেছে বলে অভিযোগ। গত রবিবার অমিত শাহের সভাকে কেন্দ্র করে সেই বিতর্কিত স্লোগান শোনা যায় কলকাতার রাজপথে। এই ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল পঙ্কজ প্রসাদ, ধ্রুব বসু ও সুরেন্দ্র তিওয়ারি। আজ ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। ধৃতদের মধ্যে ২ জনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অন্য একজনের জামিন মঞ্জুর করেছে আদালত।

আরও পড়ুন: ‘সোশাল মিডিয়া ছাড়ব ভাবছি’, টুইটে জল্পনা উস্কালেন মোদী

এ প্রসঙ্গে সোমবার নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কলকাতার রাস্তায় যারা স্লোগান দিয়েছে, রাতে ৩ জনকে গ্রেফতার করিয়েছি, প্রশাসন প্রশাসনের কাজ করবে’। মমতা আরও বলেন, ‘যাঁরা গোলি মারো বলছেন, তাঁদের ভাষা দানবিক’।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee kolkata kolkata police
Advertisment