Advertisment

কলকাতায় উদ্ধার ৫০ লক্ষ মূল্যের নিষিদ্ধ 'ইয়াবা'

গতকাল রাতে চিংড়িঘাটার কাছে ক্যানাল সাউথ রোডে অভিযান চালায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। আনুমানিক ৫০ লক্ষ টাকার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল কলকাতা পুলিশ

author-image
IE Bangla Web Desk
New Update
BJP leader held in old case

উদ্ধার নিষিদ্ধ মাদক দ্রব্য। গ্রেফতার তিন। প্রতীকী ছবি।

ফের শহর থেকে উদ্ধার হল নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। আনুমানিক ৫০ লক্ষ টাকার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ঘটনায় গ্রেফতার হয়েছে মণিপুরের এক বাসিন্দা-সহ তিনজন।

Advertisment

আরও পড়ুন- ৭০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে মুকুল রায়কে তলব

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে চিংড়িঘাটার কাছে ক্যানাল সাউথ রোডে অভিযান চালায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগণার বসিরহাটের বাসিন্দা বাকি বিল্লা গাজি ওরফে বিল্লু (৩৬), স্বরূপনগরের বাসিন্দা আখতারুল গাজি (২৪) এবং মণিপুরের থৌবলের বাসিন্দা মহম্মদ আলি আহমেদকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট (অ্যাম্ফেটামিনস), যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।

publive-image উদ্ধার নিষিদ্ধ মাদক ইয়াবা।

আরও পড়ুন- পুকুরে ভেসে উঠল মায়ের দেহ, আটক দুই মেয়ে

প্রসঙ্গত, বেশ কিছু দিন আগে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচারের অভিযোগে সাউথ পোর্ট থানা এলাকার গার্ডেনরীচ-মাঝেরহাট ব্রিজের পাশে দুর্গাপুর সাইডিং রোডে হানা দিয়ে মালদার বাসিন্দা কারিফুল শেখ (৩৬), অপরজন বাংলাদেশের নাগরিক মহম্মদ ইসমাইল হোসেন (৩৬)কে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, বাকি বিল্লা গাজি ওরফে বিল্লু, স্বরূপনগরের বাসিন্দা আখতারুল গাজি এবং মণিপুরের থৌবলের বাসিন্দা মহম্মদ আলি আহমেদকে নারকোটিকস আইনে গ্রেফতার করা হয়েছে। ঠিক কী উদ্দেশ্যে এই কাজ করেছে তারা, এর পিছনেই বা কারা রয়েছে, তা জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে বলে প্রাথমিকভাবে মনে করছে কলকাতা পুলিশ।

kolkata police
Advertisment