রাজীব কুমার কোথায়? এখনও পর্যন্ত কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের কোনও হদিশ পেল না সিবিআই। এর মধ্যেই রাজীবের ছুটির মেয়াদ বাড়ল রাজ্য সরকার। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য পুলিশের এডিজি (সিআইডি) রাজীবের ছুটির আর্জি আগেই মঞ্জুরর করেছিল নবান্ন। তার মেয়াদ আরও ৫ দিন বাড়ানো হল। সূত্রের খবর, রাজ্য সরকারের এই পদক্ষেপে ক্ষুব্ধ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
এদিকে, রাজীব কুমারকে খুঁজতে গতকাল আবারও পার্ক স্ট্রিটে তাঁর বাসভবনে গেলেন সিবিআই আধিকারিকরা। এদিকে, আলিপুর আদালতে ধাক্কা খাওয়ার পর সোমবার হাইকোর্টের দ্বারস্থ হলেন কলকাতার প্রাক্তন নগরপাল। কলকাতা হাইকোর্টে এদিন আগাম জামিনের আর্জি জানালেন রাজীব কুমার। সূত্রের খবর, আজ এ মামলার শুনানি রয়েছে।
অন্যদিকে, সারদার পাশাপাশি রোজভ্যালিকাণ্ডে রাজীব কুমারকে ফের নোটিস দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা ছিল বর্তমান এডিজি সিআইডি-র। কিন্তু এদিনও হাজিরা এড়ালেন রাজীব। সিবিআইকে চিঠি লিখে হাজিরা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছেন কলকাতার প্রাক্তন সিপি, সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে।
EXCLUSIVE: ‘শোভন-বৈশাখী যাবে জানলে আমি পরের দিন যেতাম’
এর আগে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের দায়ের করা আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় আলিপুর আদালত। শনিবার রাতে আদালত জানিয়ে দেয়, সারদা চিটফান্ড মামলায় অভিযুক্ত কলকাতার প্রাক্তন নগরপালকে আগাম জামিন দেওয়া যাবে না। শনিবারও রাজীবের বাড়ি গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। উল্লেখ্য, রাজীব কুমারকে গ্রেফতারে কোনও বাধা নেই বলে বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছে আলিপুর আদালত। আলিপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট সুব্রত মুখোপাধ্যায়ের এজলাসে রাজীবের নামে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছিল সিবিআই। এই আবেদনের প্রেক্ষিতে সিবিআই ও রাজীবের আইনজীবীর সওয়াল-জবাব শোনার পর ঘণ্টা পাঁচেক রায়দান স্থগিত করার পর আদালত জানিয়ে দেয়, কলকাতার প্রাক্তন নগরপালকে সরাসরি গ্রেফতার করতে পারবে সিবিআই। এজন্য পরোয়ানা জারির দরকার নেই।
আরও পড়ুন: ফের ধর্নার হুমকি, পথে নামছেন মমতা
এদিকে, রাজীব কুমার-সিবিআই লুকোচুরি খেলা ক্রমশই নাটকীয় মোড় নিচ্ছে। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের খোঁজে গত শনিবার ভবানী ভবনে হানা দেয় সিবিআই। উল্লেখ্য, বর্তমানে এডিজি সিআইডি পদে কর্মরত রয়েছেন রাজীব। সূত্রের খবর, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে খুঁজতেউত্তরপ্রদেশও পাড়ি দিয়েছিল সিবিআই। চান্দৌলিতে রাজীবের বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই-এর একটি দল। প্রসঙ্গত, রাজীব কুমারের খোঁজে গত ক’দিন ধরে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় জোরকদমে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই।