Advertisment

রাজীব কুমারের বাড়িতে ফের সিবিআই, তল্লাশি বিষ্ণুপুরের রিসর্টেও

দুপুরে ৩৪ পার্ক স্ট্রিটে সাদা রঙের গাড়ি নিয়ে যান সিবিআই আধিকারিকরা। এক মহিলা আধিকারিকের নেতৃত্বে ওই দল আসে বলে খবর। কী উদ্দেশ্যে এদিন রাজীবের বাড়িতে সিবিআই তা অবশ্য এখনও জানা যায়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
rajeev kumar, রাজীব কুমার, rajeev kumar updates, রাজীব কুমারের আপডেট, rajeev , রাজীব, rajib kumar, রাজীব কুমার, rajeev kumar news, rajeev kumar latest news, রাজীব কুমারের খবর, cbi, সিবিআই, supreme court, rajeev, kolkata ex cp, রাজীব কুমার, সিবিআই, সুপ্রিম কোর্ট, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার, রাজীব, Saradha case, সারদা মামলা, সারদা তদন্ত

আইনি লড়াইয়ে রাজীব কুমার বনাম সিবিআই। অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।

রাজীব কুমারকে পাকড়াও করতে শুক্রবারও জোরকদমে তল্লাশি অভিযান শুরু করল সিবিআই। আবারও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বাড়িতে গেল সিবিআই। শুক্রবার দুঁদে আইপিএসের বাড়িতে গেলেন সিবিআই-এর ৪ আধিকারিক। দুপুরে ৩৪ পার্ক স্ট্রিটে সাদা রঙের গাড়ি নিয়ে যান সিবিআই আধিকারিকরা। এক মহিলা আধিকারিকের নেতৃত্বে ওই দল আসে বলে খবর। কী উদ্দেশ্যে এদিন রাজীবের বাড়িতে সিবিআই তা অবশ্য এখনও জানা যায়নি। অন্যদিকে, রাজীবের খোঁজে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর রিসর্টে হানা দিল সিবিআই-এর একটি দল। ওই রিসর্টে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার আমতলাতেও রয়েছে সিবিআই দল। এদিকে, কলকাতার ক্যামাক স্ট্রিটে শান্তিনিকেতন বিল্ডিংয়েও হানা সিবিআই-এর। সূত্রের খবর, শুক্রবার ৬টি জায়গায় রাজীবের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisment

আরও পড়ুন: ‘বাবুলের গায়ে যারা হাত দিয়েছে, তাদের হাত ভাঙব’, ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলীপের

উল্লেখ্য, রাজীব কুমারকে খুঁজতে বৃহস্পতিবার জোর তৎপরতা দেখা যায় সিবিআইয়ে। দিল্লি-উত্তরপ্রদেশ থেকে আসা বাঘা বাঘা সিবিআই আধিকারিকরা ৪টি দলে ভাগ হয়ে শহরজুড়ে তল্লাশি অভিযান চালায়। রাজীবের খোঁজে আলিপুরে আইপিএস মেসে হানা দেয় গোয়েন্দা বাহিনী। আরেকটি দল কার্যত কলকাতার পুলিশের চোখে ধুলো দিয়ে সটান পার্ক স্ট্রিটে রাজীবের বাড়িতে ঢুকে পড়ে। পরে জানা যায়, রাজীব কুমারকে সিআরপিসি-র ১৬০নং ধারায় নোটিস দেওয়া হয়েছে। এরপর দেখা যায়, সিবিআই-এর আরেকটি দল রুবি মোড়ের কাছে একটি পাঁচতারা হোটেলে তল্লাশি চালায়। ওই হোটেলের রান্নাঘরেও ঢোকেন সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুন: Babul Supriyo Heckled Case Live: ‘বাবুলের হামলাকারীদের রাস্তায় ফেলে পেটানো হবে’

গ্রেফতারি এড়াতে জোর রীতিমতো ঘুঁটি সাজাচ্ছেন রাজীব কুমার। শুক্রবার আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন করেছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। সিবিআই-কেও এদিন আগাম জামিনের আবেদনের বিষয়টি উল্লেখ করে নোটিস দিয়েছেন এই দুঁদে আইপিএস। শুক্রবার সকালে সেই নোটিস সিজিও কমপ্লেক্সে নিয়ে যান রাজীবের আইনজীবী। সূত্রের খবর, শনিবার বেলা ১২টায় আলিপুর আদালতে আগাম জামিনের আবেদনের শুনানি। রাজীবের এই নয়া চাল মোকাবিলা করতে আইনি পরামর্শ নিচ্ছে সিবিআইও, এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুন:  ‘মমতার তখন কার মুখ মনে পড়ছিল, রাজীব কুমার না ভাইপোর?’

উল্লেখ্য, রাজীব কুমারকে গ্রেফতারে কোনও বাধা নেই বলে বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছে আলিপুর আদালত। গতকাল আলিপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট সুব্রত মুখোপাধ্যায়ের এজলাসে রাজীবের নামে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানায় সিবিআই। এই আবেদনের প্রেক্ষিতে সিবিআই ও রাজীবের আইনজীবীর সওয়াল-জবাব শোনার পর ঘণ্টা পাঁচেক রায়দান স্থগিত করার পর আদালত জানিয়ে দেয়, কলকাতার প্রাক্তন নগরপালকে সরাসরি গ্রেফতার করতে পারবে সিবিআই। এজন্য পরোয়ানা জারির দরকার নেই।

এর আগে, হাইকোর্টের রায়ে আইনি রক্ষাকবচ সরতেই প্রথমে বারাসতের বিশেষ আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন বর্তমান এডিজি সিআইডি রাজীব কুমার। কিন্তু এ মামলা ওই আদালতের এক্তিয়ার নয় বলে গ্রহণ করা হয় না। এরপরই বারাসত আদালতের দ্বারস্থ হন এই শীর্ষ আইপিএস। সেখানেও তাঁর মামলা গ্রহণ করা হয় না। সেই মামলা ফেরানো হয় আলিপুর আদালতে।

cbi
Advertisment