হাইকোর্টের রক্ষাকবচ প্রত্যাহারের পরই শুক্রবার বিকেলে রাজীব কুমারকে নোটিস দিয়েছে সিবিআই। আজ, শনিবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে তলব করা হয়েছে বলে খবর। শুক্রবার বিকেলে কলকাতার পার্ক স্ট্রিটে রাজীব কুমারের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। কলকাতার প্রাক্তন সিপিকে নোটিস দেওয়া হয়েছে বলে দাবি সিবিআইয়ের। জানা গিয়েছে, বর্তমানে ছুটিতে রয়েছেন রাজীব কুমার। তবে রাজীব কুমার কোথায় রয়েছেন, তা জানেন না বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। উল্লেখ্য, শুক্রবারই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের গ্রেফতারির উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে কলকাতা হাইকোর্ট। তারপরই পার্ক স্ট্রিটে রাজীবের বাড়িতে যায় সিবিআই।
রাজীব মামলায় রায় দিতে গিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্ট বলে, ‘‘অভিযোগ ধর্তব্যযোগ্য হলে রাজীব কুমারকে গ্রেফতার করা যেতে পারে’’। এর আগে সিবিআই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কলকাতার প্রাক্তন নগরপাল। দীর্ঘদিন ধরে এ মামলার শুনানি চলেছে হাইকোর্টে এবং বারবার রাজীব কুমারকে রক্ষাকবচও দিয়েছে আদালত। তবে হাইকোর্টের রায়ে রাজীবের গ্রেফতারির উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
আরও পড়ুন: বিরাট ধাক্কা! চাইলে রাজীব কুমারকে গ্রেফতার করতে পারে সিবিআই: হাইকোর্ট
হাইকোর্টের রায়ের পরই গতকাল সিজিও কমপ্লেক্সে বিশেষ বৈঠকে বসেছিলেন সিবিআই আধিকারিকরা। তারপরই কলকাতার প্রাক্তন নগরপাল তথা বর্তমান এডিজি সিআইডি-কে তলব করে নোটিস দেওয়া হয়। তবে সেই সময় নিজের দফতরে ছিলেন না রাজীব কুমার।