Advertisment

প্রয়াত ক্ষিতি গোস্বামীর মেয়ে পুরভোটে তৃণমূলের প্রার্থী, টিকিট কংগ্রেস-ত্যাগী নেত্রীকেও

পুরনোদের পাশাপাশি অনেক নতুন মুখ তৃণমূলের প্রার্থী তালিকায়।

author-image
IE Bangla Web Desk
New Update
KMC Election: TMC fields Ex Minister Kshiti Goswami's daughter, give ticket to Congress leader

মোনালিসা বন্দ্যোপাধ্যায় ও বসুন্ধরা গোস্বামী।

কলকাতা পুরভোটের প্রার্থী তালিকায় একাধিক পুরনো নেতা-মন্ত্রীকে যেমন প্রার্থী করেছে তৃণমূল। তেমনই অনেক নতুন মুখকে সুযোগ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন ফিরহাদ-অতীন-দেবাশিস-পরেশ পালদের টিকিট দিয়ে পুরনোদের উপর আস্থা রেখেছেন মমতা। তেমনই পরবর্তী প্রজন্মের নেতৃত্ব তৈরি করার জন্য অনেক নেতা-মন্ত্রীর ছেলে-মেয়েকে সুযোগ দিয়ে ভরসা রেখেছেন তৃণমূল নেত্রী।

Advertisment

তবে নতুনদের মধ্যে রয়েছে অন্য দলের নেতা-মন্ত্রীদের ছেলে-মেয়েও। সবচেয়ে উল্লেখযোগ্য দুটি নাম হল বসুন্ধরা গোস্বামী এবং মোনালিসা বন্দ্যোপাধ্যায়। বামফ্রন্ট জমানার তাবড় মন্ত্রী প্রয়াত ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা এবার ৯৬ ওয়ার্ডে তৃণমূলের টিকিটে প্রার্থী। প্রয়াত আরএসপি নেতার মেয়েকে টিকিট দিয়ে বামফ্রন্ট বার্তা দিয়েছেন মমতা।

এর আগে ক্ষিতির স্ত্রী সুনন্দা গোস্বামীকে মহিলা কমিশনের চেয়ারপার্সন করেছিল মমতা সরকারই। এবার তাঁর মেয়েকেও টিকিট দিলেন মমতা। প্রায় চার বছর আগে তৃণমূলে যোগ দিয়েছেন বসুন্ধরা। মনস্তত্ববিদ বসুন্ধরা কয়েকদিন আগে ত্রিপুরাতে দলের প্রচারে গিয়েছিলেন। ব্রাত্য বসুর সঙ্গে প্রচারে দেখা যায় তাঁকে।

আরও পড়ুন পুরভোটের আগেই ধাক্কা বাম-শিবিরে, তৃণমূলে সিপিএমের বিদায়ী কাউন্সিলর

এদিকে, আরেক উল্লেখযোগ্য নাম হল মোনালিসা বন্দ্যোপাধ্যায়। গতকাল দুপুর পর্যন্তও তিনি ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক। সন্ধেয় তৃণমূলের প্রার্থী তালিকায় দেখা গেল তাঁর নাম। ৪৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসাবে জ্বলজ্বল করছে তাঁর নাম। অনেক দিন ধরেই কংগ্রেস করছেন তিনি। ছিলেন যুব কংগ্রেসের জাতীয় সম্পাদক। ভোটের প্রচারে কাজে পাঞ্জাবেও গিয়েছিলেন। কিন্তু আচমকা কী হল, তিনি হয়ে গেলেন তৃণমূলের প্রার্থী।

তাঁর পরিবার দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর পিসিও ছিলেন কলকাতা পুরসভার কাউন্সিলর। কিন্তু এবারের পুরভোটে কংগ্রেসের ঘর ভেঙে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc Vasundhara Goswami Monalisa Banerjee KMC Elections
Advertisment