রাজীব কুমারকে তলব সিবিআই-এর, পাল্টা চিঠি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের

রোজভ্যালি মামলায় রাজীব কুমারকে নোটিস পাঠিয়েছিল সিবিআই। আজই সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছিল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে।

রোজভ্যালি মামলায় রাজীব কুমারকে নোটিস পাঠিয়েছিল সিবিআই। আজই সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছিল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে।

author-image
IE Bangla Web Desk
New Update
rajeev kumar, রাজীব কুমার

রাজীব কুমার।

সারদাকাণ্ডের পর এবার রোজভ্যালি মামলাতেও অস্বস্তি বাড়ল রাজীব কুমারের। রোজভ্যালি মামলায় রাজীব কুমারকে নোটিস পাঠিয়েছিল সিবিআই। আজই সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছিল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে। সেই তলবের প্রেক্ষিতে এদিন সিবিআইকে চিঠি দেন রাজীব। কলকাতার প্রাক্তন নগরপালের সেই চিঠি এদিন সিবিআই দফতরে নিয়ে আসেন সিআইডির দুই প্রতিনিধি। সিবিআইয়ের কাছে এক মাস সময় চেয়েছেন রাজীব। উল্লেখ্য, লোকসভা ভোটের পর সারদা-রোজভ্যালি মামলার তদন্তে জোর তৎপরতা শুরু করেছে সিবিআই-ইডি।

Advertisment

আরও পড়ুন: বৈশাখীর ‘চাকরি খেলেন’ মমতা! শোভনের পাশে বসে কাঁদতে কাঁদতে ইস্তফা ঘোষণা

অন্যদিকে, সারদা মামলায় রাজীব কুমারের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ ফের বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ ২ সপ্তাহ পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে আইনি পরামর্শের জন্য কলকাতার বাইরে আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন রাজীব। এজন্য সপ্তাহে দু’বার আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন কলকাতার প্রাক্তন নগরপাল। আইনজীবীর কাছে রাজীব কুমারের যাওয়ার ২৪ ঘণ্টা আগে সিবিআইকে জানাতে হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানাতে হবে রাজীবের আইনজীবীকে।

Advertisment

আরও পড়ুন: ‘যদি বেঁচে থাকি কাল সব বলব, মমতা বন্দ্যোপাধ্যায়ই আমার সবথেকে বেশি ক্ষতি করেছেন’

এর আগে এ মামলায় কলকাতা হাইকোর্টে রাজীব কুমার বলেন, সারদা মামলায় নাম থাকা সত্ত্বেও অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে জেরা করেনি সিবিআই। রাজীব কুমারের আইনজীবীর অভিযোগ, ১২১ জন পুলিশ আধিকারিকের মধ্যে থেকে সিবিআই যে তাঁর মক্কেলকেই শুধুমাত্র বেছে নিয়েছে, তার নেপথ্যে কোনও নেতিবাচক উদ্দেশ্য রয়েছে।

kolkata news cbi