রাতভর টানা বৃষ্টিতে জলের তলায় কলকাতার বেশ কিছু এলাকা। দফায় দফায় বৃষ্টির জেরে জল জমে বিঘ্নিত হয়েছে রেল ও বিমান পরিষেবাও। জল পেরিয়েই নিজেদের গন্তব্যে যাচ্ছেন শহরবাসীরা। শহরের বহু এলাকায় বাড়ির মধ্যেই জল ঢুকেছে। শহরের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মেয়রের আশ্বাস, ‘‘বিকেলের মধ্যে স্বাভাবিক হবে কলকাতা’’।
আরও পড়ুন: মমতাকে তৈরি করতে সব নষ্ট করে জীবন দিয়েছিলাম, আর উনিই রাজনীতি করলেন: শোভন
আরও পড়ুন: শোভনের পর তৃণমূল ছেড়ে ‘যাব যাব’ করছেন কোন নেতা? জানিয়ে দিলেন ভারতী ঘোষ!
কোথায় কোথায় জল জমেছে?
কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ, মুক্তারামবাবু স্ট্রিট, নিউ আলিপুর, আলিপুর, একবালপুর, খিদিরপুরে জল জমেছে। জলের তলায় বেহালার বিভিন্ন এলাকা। জলে ভাসছে সেক্টর ফাইভ এলাকাও। ট্যাংরা এলাকাও জলের তলায়। এছাড়াও মা উড়ালপুল ও এজেসি বোস উড়ালপুলে জল জমেছে। বিভিন্ন রাস্তায় জল জমায় ধীরে চলছে গাড়ি।
আরও পড়ুন: ভারী বৃষ্টিতে জল থইথই কলকাতা, ব্যাহত রেল-বিমান পরিষেবা
কী বললেন মেয়র?
জল-যন্ত্রণা প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘আশা করছি, আর বৃষ্টি না হলে, বিকেলের মধ্যে স্বাভাবিক হবে কলকাতা। সব এলাকা ঘুরে দেখছি’’।
এদিকে, টানা বৃষ্টির জেরে বিঘ্নিত হয়েছে রেল ও বিমান পরিষেবা। রাতভর বৃষ্টির জেরে হাওড়া ও শিয়ালদা শাখায় দেরিতে চলছে ট্রেন। পূর্ব রেলের তরফে একথা জানানো হয়েছে। অন্যদিকে, কলকাতা বিমানবন্দরে অ্যাপ্রন এলাকায় জল জমে বিপত্তি। যার জেরে বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে।