আবারও মেট্রোয় আত্মহত্যার চেষ্টা ঘটনা সামনে এল। বৃহস্পতিবার সাতসকালে রবীন্দ্রসদন স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দেন এক যাত্রী। এ ঘটনার জেরে ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা। অফিসটাইমের মুখে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। সূত্রের খবর, নিউ গড়িয়াগামী মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি।
আরও পড়ুন: মোদীর সঙ্গে কথা বলে খুশি মমতা, আজ শাহর সাক্ষাতের অপেক্ষা
উল্লেখ্য, কলকাতা মেট্রোয় আত্মহত্যার ঘটনা নতুন নয়। এর আগেও বারবার আত্মহত্যার ঘটনা ঘটেছে মেট্রোয়। ক’দিন আগেই বেলগাছিয়া মেট্রো স্টেশনে বছর ছাব্বিশের এক যুবক চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। চলতি মাসে আরও একটি এমন ঘটনার ছবি সামনে আসে। সেন্ট্রাল মেট্রো স্টেশনে
লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন পুজা সিং নামে এক যাত্রী। দুই ঘটনার জেরেই বিঘ্নিত হয় মেট্রো পরিষেবা। যার জেরে নাকাল হতে যাত্রীদের।