খাস কলকাতায় বিয়ে বাড়িতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল ১৯ বছরের তরুণের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) মুরলীধর শর্মার জাননিয়েছেন, 'অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে। এছাড়া, ভারতীয় তদণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) ধারাতেও মামলা রুজু করা হয়েছে।'
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সনাক্তকরণ প্রক্রিয়ার জন্য ধৃতকে বিচারবিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) মমরলীধর শর্মার জাননিয়েছেন, 'টিআই প্যারেড শেষ হলেই তদন্তের স্বার্থে ফের ওই অভিযুক্তকে হেফাজতে নেওয়ার আবেদন করা হবে।' জানা গিয়েছে, ৯ ডিসেম্বর টিআই প্যারেড সম্পন্ন হবে।
আরও পড়ুন: ‘জেলে রেখে কুকুরের খাবার খেতে দিতে পারত, মারল কেন?’
বিয়ে বাড়িতে দোতলার শৌচালয়ে ওই শিশুকে ধর্ষণ করা হয় বলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছে পুলিশ। অভিযুক্ত ওই বিয়ে বাড়ির কর্মী। সে শৌচালয় ডেকে নিয়ে যায় শিশুটিকে, তারপরই পাশবিক অত্যাচার চালায়। শিশুটি তার মাকে বিষয়টি জানালে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।
হায়দরাবাদ ও উন্নাওয়ের ঘটনার মধ্যেই কলকাতায় এইধরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সম্প্রতি ৪৭ বছরের এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে আলিপুর আদালত। ২০ হাজার টাকা টাকা জরিমানা সহ দোষীকে ১০ বছর স্বশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। ২০১৪ সালের ১লা নভেম্বর নাবালিকার মা তার মেয়েকে ধর্ষণের অভিযোগ করেন। পরে কোর্ট শম্ভূ হালদারকে দোষী সাব্যস্ত করে।
Read the full story in English