Advertisment

এবার 'ওয়ার্ক ফ্রম হোম' প্রথা চালুর পথে Kolkata Police

তবে, পুলিশের পক্ষে আদৌ বাড়ি থেকে কাজ করা সম্ভব? এ নিয়ে লালবাজারের অন্দরেই জোর বিতর্ক দানা বেঁধেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata police lalbazar

কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার

করোনাকালে বাড়ি থেকে কাজ বা ওয়ার্ক ফ্রম হোমই দস্তুর। সরকারি-বেসরকারি দফতরগুলোতে এখন এই প্রথাই প্রচোলিত। এবার কলকাতা পুলিশেও ওয়ার্ক ফ্রম হোম প্রথা চালু হওয়ার পথে। তবে, সবাই নয়, থানার ওসি ও অ্যাডিশনাল ওসিরাই আপাতত সপ্তাহে একদিন এই সুবিধা পাবেন। জানা গিয়েছে, শনিবার কলকাতা পুলিশের বিশেষ বৈঠকে এ কথা জানিয়েছেন নগরপাল সৌমেন মিত্র।

Advertisment

আরও পড়ুন- কড়া কেন্দ্র, বেসরকারি হাসপাতালের উদ্যোগে হোটেলে টিকাকরণ প্যাকেজ বন্ধের নির্দেশ

তবে, পুলিশের পক্ষে আদৌ কী বাড়ি থেকে কাজ করা সম্ভব? এ নিয়ে লালবাজারের অন্দরেই জোর বিতর্ক দানা বেঁধেছে। ওয়ার্ক ফ্রম হোমের জন্য পরিকাঠামো ও নথির যোগান পুলিশ কর্মী বাড়িতে বলে কীভাবে পাবেন তা নিয়ে প্রশান তোলা হয়েছে। সূত্রের খবর, কলকাতার কমিশনার সৌমেন মিত্র এ বিষয়ে জানিয়েছেন, অন্যান্য় সরকারি দফতরে ওয়ার্ক ফ্রম হোম প্রথা চালু হলে পুলিশের ক্ষেত্রেও তা সম্ভব।

আরও পড়ুন- Coronavirus India Updates: ক্রমশ সুস্থতার পথে দেশ, দৈনিক মৃত্যু হার গত তিন সপ্তাহে সর্বনিম্ন

মহামারীর সময় অতিরিক্ত দায়িত্ব নিতে দেখা গিয়েছে পুলিশকে। এবার থানাগুলোকে পরিষ্কার রাখার ক্ষেত্রে বিশেষ পুরস্কারের ঘোষণা করেছে লালবাজার। জানা গিয়েছে, কমিশনার বৈঠকে জানিয়েছেন যে থানা সব থেকে ভাল করে মালখানা পরিষ্কার রাখবে সেই থানাকে জুলাই মাসের শেষে পুরস্কৃত করা হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata police Coronavirus Pandemic Lockdown kolkata
Advertisment