আনলক প্রক্রিয়া শুরু হতেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষত কলকাতায় যানবাহনের আধিক্য দেখা গিয়েছে। রাস্তায় মোটরবাইকের সংখ্যা বেড়েছে। সেইসঙ্গে বাড়ছে দুর্ঘটনাও। হেলমেট ছাড়া বাইক আরোহীদের জব্দ করতে কড়া পদক্ষেপ করল কলকাতা পুলিশ। সম্প্রতি, জয় হিন্দ সেতু উদ্বোধনের সময় হেলমেট পরার জন্য বাইক আরোহীদের কাছে আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে পুলিশকে নির্দেশ দেন, আর্থিকভাবে অক্ষমদের হেলমেটের ব্যবস্থা করে দেওয়ার জন্য। কলকাতা পুলিশ সিদ্ধান্ত নিয়েছে, শহরের সমস্ত পেট্রোল পাম্পে 'নো হেলমেট, নো পেট্রোল' নিয়ম জারি করা হবে। আগামী ৮ ডিসেম্বর থেকে প্রায় দুমাস পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা জানিয়েছেন, "বহুক্ষেত্রে দেখা গিয়েছে বাইক চালক এবং আরোহীরা হেলমেট ব্যবহার করছেন না।" তাদের শিক্ষা দেওয়ার জন্যই কলকাতা পুলিশ এই অভিযান শুরু করবে। হেলমেট ছাড়া চালক-আরোহীকে শহরের কোনও পেট্রোল পাম্পে পেট্রোল দেওয়া হবে না। রীতিমতো নির্দেশিকা জারি করে নিয়ম লঙ্ঘনকারীদের শিক্ষা দিতে চায় পুলিশ। পুলিশের কাছে প্রচুর এমন মামলা দায়ের হয় হেলমেট ছাড়া বাইক চালক ও আরোহীদের নামে। তাঁদের জরিমানা করা হয়। তবুও অনেক ক্ষেত্রে নিয়ম মানা হয় না। দুর্ঘটনাও হয় প্রচুর। তাই পথ নিরাপত্তা আইনে মামলা করা ছাড়াও হেলমেটহীন চালক-আরোহীদের জন্য কড়া পদক্ষেপ করছে পুলিশ।
আরও পড়ুন ৩৪ কোটি টাকা ফেরত দিক রেল, ‘জয় হিন্দ’ সেতুর উদ্বোধনে তোপ মমতার
শহরের পেট্রোল পাম্পগুলিকে পুলিশের এই নির্দেশিকা মানতে হবে। কোনও পাম্প যদি এই নির্দেশিকা লঙ্ঘন করে তাহলে মোটর ভেহকল আইন অনুযায়ী কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। প্রসঙ্গত, ২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথ নিরাপত্তা কর্মসূচি 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' শুরুর সময় একইরকম ভাবে 'নো হেলমেট, নো পেট্রোল' নিয়ম চালু করেছিলেন। মাঝে সেটা কিছুটা শিথিল হয়ে পড়ে। এবার থেকে ফের সেই নিয়ম ফিরিয়ে আনল কলকাতা পুলিশ।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন